TRENDING:

Indian Railways: দার্জিলিং বা পুরী ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! রেল দিচ্ছে বিরাট সুযোগ! না জানলেই মিস!

Last Updated:
দার্জিলিং তো অবশ্যই পাশাপাশি পুরীতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্যও বিশেষ সুবিধা প্রদান করছে পূর্ব রেল।
advertisement
1/9
দার্জিলিং বা পুরী ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! রেল দিচ্ছে বিরাট সুযোগ!
দার্জিলিং বা পুরীতে ঘুরতে যাওয়ার ইচ্ছে। বিরাট সুযোগ দিচ্ছে ভারতীয় রেল। ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত এই সুযোগ দিচ্ছে রেল। শীতের শেষ বেলায় বসন্তের সূচনায় সাপ্তাহিক ছুটির দিনগুলিতে যদি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন। অবশ্যই ভারতীয় রেলের এই বিজ্ঞপ্তি দেখুন।
advertisement
2/9
দার্জিলিং তো অবশ্যই পাশাপাশি পুরীতে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্যও বিশেষ সুবিধা প্রদান করছে পূর্ব রেল। রেলের পক্ষ থেকে ইতিমধ্যে দার্জিলিং পুরী বা দেশের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে যাওয়ার জন্য বিশেষ ট্রেন চালানো হচ্ছে।
advertisement
3/9
পূর্ব রেলের পক্ষ থেকেও পশ্চিমবঙ্গের পর্যটকদের জন্য বিশেষ সুব্যবস্থা করা হয়েছে। দার্জিলিং ঘুরতে যাবার প্রবণতা সবচেয়ে বেশি। তাই দার্জিলিং পৌঁছানোর জন্য একাধিক ট্রেন রয়েছে। তারপরও পর্যটকদের সুবিধার জন্য স্পেশাল ট্রেন চালাচ্ছে রেল। এছাড়াও পুরী পর্যন্ত বিশেষ স্পেশাল ট্রেন চলছে কলকাতা থেকে।
advertisement
4/9
এখনও পর্যটকদের মধ্যে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যাবার প্রবণতা রয়েছে তাই রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন গুলি এখনও চালানো হচ্ছে। কোন স্পেশাল ট্রেন কবে কোথা থেকে ছাড়বে ট্রেনের টিকিট কতগুলো রয়েছে পর্যটকদের সুবিধার জন্য পূর্বরলের পক্ষ থেকে তা প্রকাশ করা হয়েছে।
advertisement
5/9
পর্যটকেরা যেন সহজেই টিকিট কাটতে পারেন তার জন্যই এমন ব্যবস্থা।স্পেশাল ট্রেনগুলোর তালিকা দেখে নিন০৩১০১শিয়ালদহ - পুরী স্পেশাল, ০২৫১৭ কলকাতা - গুয়াহাটি স্পেশাল,০২৫০১ কলকাতা - আগরতলা স্পেশাল, ০২০২৩ হাওড়া - পাটনা স্পেশাল, ০৯৪৫২ ভাগলপুর - গান্ধীধাম স্পেশাল এবং ০৩৪০৩ গোড্ডা - গোমতি নগর স্পেশাল।
advertisement
6/9
ট্রেন গুলিতে কোন বার্থের টিকিট রয়েছে-০৩১০১ শিয়ালদহ - পুরী স্পেশাল ট্রেনে বার্থের৩০ মার্চ ফার্স্ট এসি (1A) ক্লাসে, ২৪ ফেব্রুয়ারি, ২,৯,৩০ মার্চ এসি ২-টায়ার (2A) শ্রেণীতে এবং ৩০ মার্চ এসি-৩টিয়ার ক্লাসে পাওয়া যাবে।০২৫১৭ কলকাতা - গুয়াহাটি স্পেশাল ট্রেনে ২২,২৯ ফেব্রুয়ারি, ৭ও ১৪ মার্চএসি-৩টিয়ার ইকোনমি (3E) ক্লাসে উপলব্ধ৷
advertisement
7/9
০২৫০১ কলকাতা-আগরতলা স্পেশাল ট্রেনে ২৫ ফেব্রুয়ারি, ৩,১০,১৭ ও ৩১মার্চ এসি-৩টায়ার ইকোনমি (3E) ক্লাসে উপলব্ধ৷
advertisement
8/9
•০২০২৩ হাওড়া-পাটনা স্পেশাল ট্রেনে ২৫ ফেব্রুয়ারি, ৩,১০,১৭, ২৪ ও ৩১ মার্চ এসি চেয়ার কার (সিসি) এবং দ্বিতীয় শ্রেণীর সিটিং (২এস) এ উপলব্ধ৷ •০৯৪৫২ ভাগলপুর - গান্ধীধাম বিশেষ ট্রেনে বার্থের উপলব্ধতা:১৮,২৫ মার্চ এসি-২ ও এসি-৩ উপলব্ধ৷২৫ মার্চ স্লিপার ক্লাস উপলব্ধ।
advertisement
9/9
০৩৪০৩ গোড্ডা - গোমতী নগর স্পেশাল ট্রেনে ২৪ মার্চএসি-২,এসি-৩ স্লিপার ক্লাসে উপলব্ধ৷২৫ মার্চ স্লিপার ক্লাস এ উপলব্ধ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Indian Railways: দার্জিলিং বা পুরী ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন! রেল দিচ্ছে বিরাট সুযোগ! না জানলেই মিস!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল