TRENDING:

Good News For PNB Account Holders: PNB গ্রাহকদের জন্য দারুণ খবর ! মিলবে এই বিশেষ সুবিধা

Last Updated:
Good News For PNB Account Holders: সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলার জন্য আর ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। এখন ঘরে বসেই PNB ONE অ্যাপ ব্যবহার করে আপনি সহজেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। জেনে নিন ধাপে ধাপে কীভাবে এই কাজটি করবেন।
advertisement
1/5
PNB গ্রাহকদের জন্য দারুণ খবর ! মিলবে এই বিশেষ সুবিধা
নিজের কন্যাসন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করার জন্য আর্থিক সুরক্ষা চান প্রত্যেক অভিভাবকই। আর তার জন্য অনেকেই সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) অ্যাকাউন্ট খুলতে চান। তবে এবার কোথাও না গিয়ে ঘরে বসে অনলাইনে এই অ্যাকাউন্ট খুলে নেওয়া যাবে। আর এই সুবিধা দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি-র PNB ONE মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ। এই নতুন সুবিধার জেরে বিদ্যমান পিএনবি গ্রাহকরা ব্যাঙ্কে না গিয়ে নিজেদের বাড়িতে বসে কন্যাসন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এটি শুধু সময়ই বাঁচাবে না, সেই সঙ্গে ঝঞ্ঝাটও কমিয়ে দেবে।
advertisement
2/5
সুকন্যা সমৃদ্ধি যোজনা কী?ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় সেভিংস স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। আসলে কন্যাসন্তানদের ভবিষ্যতের খরচ অর্থাৎ তাঁদের পড়াশোনা এবং বিয়ের খরচের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। বর্তমানে এই স্কিমটি বার্ষিক ৮ শতাংশ হারে সুদ প্রদান করে। এটি আবার অন্যান্য সেভিংস স্কিমের তুলনায় অনেকটাই বেশি। এর পাশাপাশি আয়কর আইনের ৮০সি ধারার অধীনে কর ছাড় পাওয়া যায়। যার ফলে মেয়াদ শেষে যে টাকা পাওয়া যাবে, তা সম্পূর্ণ রূপে করমুক্ত হবে।
advertisement
3/5
সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কারা খুলতে পারবেন?পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা পিএনবি-র বিদ্যমান গ্রাহকদের কন্যাসন্তানের বয়স যদি ১০ বছর অথবা তার কম হয়, তাহলে তিনি এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। বর্তমানে এই প্রক্রিয়াটি ডিজিটাল হয়ে গিয়েছে। তার ফলে এর জন্য গ্রাহকদের আর ব্যাঙ্কে যেতে হবে না গ্রাহকদের।
advertisement
4/5
ঘরে বসে সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট কীভাবে খোলা যাবে?PNB ONE অ্যাপের মাধ্যমে গ্রাহক যদি নিজের কন্যাসন্তানের নামে একটি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে নিম্নলিখিত এই ধাপগুলি অনুসরণ করতে হবে। ১. নিজের মোবাইল ফোনে PNB ONE অ্যাপ খুলতে হবে। তারপরে লগ-ইন করতে হবে।২. এবার মেন্যু থেকে Services অপশন বেছে নিতে হবে।৩. তারপর Govt. Initiative সেকশনে যেতে হবে।৪. এবার Sukanya Samriddhi Account Opening অপশনের উপর ক্লিক করতে হবে।৫. স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশ মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
advertisement
5/5
এই বিষয়গুলিও মাথায় রাখা আবশ্যক:বর্তমানে শুধুমাত্র অ্যাকাউন্ট খোলার এই বিকল্পই অনলাইনে পাওয়া যায়। একবার অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে টাকা তোলা, অ্যাকাউন্ট বন্ধ করা অথবা প্রিম্যাচিওর ক্লোজারের জন্য গ্রাহককে সেই ব্যাঙ্কের শাখায় যেতে হবে, যেখানে অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Good News For PNB Account Holders: PNB গ্রাহকদের জন্য দারুণ খবর ! মিলবে এই বিশেষ সুবিধা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল