DA Hike 2025: আপনি কি সরকারি কর্মচারী? মিষ্টির বাক্স রেডি রাখুন! যে কোনও সময় আসতে পারে সুখবর!
- Published by:Tias Banerjee
Last Updated:
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে জুলাই মাসেই। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে ফের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা DA।
advertisement
1/9

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় সুখবর আসতে চলেছে জুলাই মাসেই। দেশে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির প্রেক্ষিতে ফের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা বা DA। জানুয়ারি ২০২৫-এ ইতিমধ্যেই ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল DA, এবার জুলাই মাসেও বৃদ্ধির সম্ভাবনা উজ্জ্বল। এই ঘোষণার জেরে কর্মচারী মহলে তৈরি হয়েছে প্রত্যাশার আবহ। (Representative Image: AI Generated)
advertisement
2/9
যদিও অষ্টম বেতন কমিশনের ঘোষণা আগেই হয়েছে, তবে তার কার্যকারিতা এখনও অনেক দূরের পথ। ফলে সপ্তম বেতন কমিশনের অধীনেই হতে চলেছে এই বৃদ্ধির সিদ্ধান্ত। দেশের লক্ষ লক্ষ কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে পারে এই সম্ভাব্য সিদ্ধান্ত। (Representative Image: AI Generated)
advertisement
3/9
২০২৫ সালের জানুয়ারিতে কেন্দ্র সরকার মহার্ঘ ভাতা (DA) ৫১ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ করেছিল। বছরে দু’বার মহার্ঘ ভাতা পুনর্বিবেচনা করা হয়—জানুয়ারি ও জুলাইয়ে। এবার জুলাই মাসেও ৪ শতাংশ হারে DA বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণেই এই বাড়তি সুবিধা মিলতে পারে কেন্দ্রের কর্মচারী ও পেনশনভোগীদের। (Representative Image: AI Generated)
advertisement
4/9
সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, জুলাই ২০২৫-এ ৪ শতাংশ DA বৃদ্ধি হলে তা ৫৫ শতাংশ থেকে বেড়ে ৫৯ শতাংশে পৌঁছবে। এই সিদ্ধান্ত খুব শীঘ্রই ঘোষণা করতে পারে সরকার। এক্ষেত্রে ভিত্তি হিসেবে ধরা হয়েছে AICPI-IW (All India Consumer Price Index for Industrial Workers)। মে মাসে এই সূচক ০.৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪-এ। (Representative Image: AI Generated)
advertisement
5/9
মার্চে ছিল ১৪৩, এপ্রিলেও সামান্য বেড়ে ১৪৩.৫ হয়েছিল। যদি জুন মাসে এই সূচক ১৪৪.৫-এ পৌঁছে যায়, তাহলে গত ১২ মাসের গড় হবে ১৪৪.১৭। সপ্তম বেতন কমিশনের সূত্র অনুযায়ী, এই গড় সূচকের ভিত্তিতে DA হওয়া উচিত ৫৮.৮৫ শতাংশ, যা রাউন্ড ফিগার হিসেবে ৫৯ শতাংশ করা হবে। (Representative Image: AI Generated)
advertisement
6/9
DA বৃদ্ধি সম্ভবত সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বার ইন্ডিয়া টুডের রিপোর্ট অনুযায়ী, এই জুলাইয়ে হতে চলা সম্ভাব্য DA বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ সংশোধন হতে পারে। কারণ, এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর ২০২৫-এ। (Representative Image: AI Generated)
advertisement
7/9
৮ম বেতন কমিশন এখনও অনিশ্চিত পথে ২০২৫ সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশনের ঘোষণা হলেও এখনও পর্যন্ত কোনও চেয়ারম্যান নিয়োগ হয়নি, ঠিক হয়নি Terms of Reference-ও। ফলে কমিশনের সুপারিশ কার্যকর হতে আরও সময় লাগবে। (Representative Image: AI Generated)
advertisement
8/9
পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী, একটি নতুন বেতন কমিশন গঠনের পর সেটি কার্যকর হতে ১৮-২৪ মাস সময় লাগে। সেই হিসেবে, ৮ম বেতন কমিশনের সুপারিশ কার্যকর হতে পারে ২০২৭ সাল থেকে। ততদিন পর্যন্ত কেন্দ্রের কর্মচারীরা পুরনো বেতন কাঠামোর ভিত্তিতেই DA বৃদ্ধি পেয়ে যাবেন।
advertisement
9/9
ধারণা করা হচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকর হতে পারে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে, এবং তার হিসেব অনুযায়ী arrears-ও তখন থেকেই দেওয়া হতে পারে। সুতরাং কেন্দ্রের চাকরিজীবীরা, এবার আপনাদের বাড়িতেও হতে পারে মিষ্টি বিতরণ! (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
DA Hike 2025: আপনি কি সরকারি কর্মচারী? মিষ্টির বাক্স রেডি রাখুন! যে কোনও সময় আসতে পারে সুখবর!