TRENDING:

এবার কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২০০০ টাকা, ৬০০০ দেবে মোদি সরকার, বাকি টাকা কে দেবে ?

Last Updated:
পিএম কিষান সম্মান নিধি যোজনায় কৃষকদের তিনটি কিস্তিতে টাকা দিয়ে থাকে কেন্দ্র সরকার ৷
advertisement
1/5
কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২০০০ টাকা, ৬০০০ দেবে মোদি সরকার, বাকি টাকা কে দেবে ?
কৃষকদের জন্য এবার নতুন একটি যোজনা শুরু হতে চলেছে মহারাষ্ট্রে ৷ মোদি সরকারের মতো এবার শিন্দে সরকার কৃষকদের প্রতি বছর ৬০০০ টাকার আর্থিক সহায়তা করবে ৷ মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রকের দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়নবীশ বৃহস্পতিবার মহারাষ্ট্রের বাজেট পেশ করার সময় এই ঘোষণা করেছিলেন ৷ ফড়নবীশ ঘোষণা করেছিলেন রাজ্যের কৃষকদের জন্য একটি নয়া যোজনা শুরু করা হবে ৷ এর জেরে রাজ্যের ১.৫ কোটির বেশি কৃষকদের আর্থিক সাহায্য করা হবে ৷
advertisement
2/5
ফড়নবীশ জানিয়েছেন এই যোজনায় প্রত্যেক বছর রাজ্য সরকারের ৬৯০০ কোটি টাকা খরচা হবে ৷ কেন্দ্র সরকার আগে থেকেই দেশজুড়ে কৃষকদের বছরে ৬ হাজার টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় দিয়ে থাকে ৷ তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয় ৷ এখন পর্যন্ত ১৩টি কিস্তির টাকা দেওয়া হয়েছে ৷ যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে থাকে কেন্দ্র সরকার ৷
advertisement
3/5
মহারাষ্ট্রের কৃষকরা বছরে পাবেন ১২০০০ টাকা-
advertisement
4/5
মহারাষ্ট্রের একনাথ শিন্দের সরকার বাজেটে কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছিল ৷ এর সঙ্গে পিএম কিষান যোজনার টাকা মিলে মোট ১২ হাজার টাকা পেতে চলেছে মহারাষ্ট্রের কৃষকরা ৷
advertisement
5/5
এছাড়া বাজেটে মহিলাদের রাজ্য পরিবহনের বাসে ৫০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে ৷ পাশাপাশি স্ট্যাম্প শুল্কে ১ শতাংশ ছাড়ের ঘোষণা করা হয়েছে ৷ শুধু তাই নয় মহারাষ্ট্র সরকারে কেবল ১ টাকা প্রিমিয়ামে কৃষকদের ফসলের বিমা করার ঘোষণা করেছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এবার কৃষকদের অ্যাকাউন্টে আসবে ১২০০০ টাকা, ৬০০০ দেবে মোদি সরকার, বাকি টাকা কে দেবে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল