TRENDING:

Pension: সারা দেশে চালু হচ্ছে CPPS, যে কোনও ব্যাঙ্ক থেকেই এখন তুলতে পারবেন পেনশন, কবে থেকে মিলবে এই সুবিধা?

Last Updated:
Pension: শ্রম মন্ত্রক জানিয়েছে, পেনশন বিতরণ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। চালু করা হচ্ছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম।
advertisement
1/6
যে কোনও ব্যাঙ্ক থেকেই এখন তুলতে পারবেন পেনশন, কবে থেকে মিলবে এই সুবিধা?
দেশের সমস্ত আঞ্চলিক অফিসে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) চালুর কাজ সম্পন্ন করল ইপিএফও। এখন যে কোনও ব্যাঙ্ক থেকে পেনশন তুলতে পারবেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পেনশনভোগীরা। এর ফলে উপকৃত হবেন ৬৮ লাখের বেশি পেনশনভোগী।
advertisement
2/6
শ্রম মন্ত্রক জানিয়েছে, পেনশন বিতরণ ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। চালু করা হচ্ছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম। আগে ইপিএফও-এর আঞ্চলিক বা জেলা অফিস আলাদা আলাদাভাবে শুধু ৩-৪টি ব্যাঙ্কের সঙ্গেই চুক্তি করত। কিন্তু সিপিপিএসের মাধ্যমে যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশন তোলা যাবে। ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজনও হবে না। পেনশনের টাকা সরাসরি পেনশনভোগীর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
advertisement
3/6
বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৫ সালের জানুয়ারি মাস থেকেই সিপিপিএস সিস্টেমের মাধ্যম পেনশন দেওয়ার কাজ শুরু হবে। পেনশনভোগী বাড়ি বদলালে কিংবা ব্যাঙ্কের শাখা পরিবর্তন করলেও পেনশন পেমেন্ট অর্ডার এক অফিস থেকে অন্য অফিসে স্থানান্তরের প্রয়োজন পড়বে না। অবসরের পর অনেকেই গ্রামের বাড়িতে ফিরে যান। কিন্তু পেনশন তোলার জন্য প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্কে যেতে হয় তাঁদের। নতুন সিস্টেমে তাঁরা উপকৃত হবেন।
advertisement
4/6
মন্ত্রক জানিয়েছে, গত বছরের অক্টোবর মাসে কর্ণাল, জম্মু এবং শ্রীনগরের আঞ্চলিক অফিসগুলিতে পাইলট প্রোজেক্ট হিসেবে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম চালু করা হয়েছিল। এর মাধ্যমে সফলভাবে পেনশন বিতরণ করাও হয়। ৪৯ হাজারের বেশি পেনশনভোগীকে ১১ কোটি টাকার পেনশন দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়েছে, নভেম্বর মাসে ২৪টি আঞ্চলিক অফিসে দ্বিতীয় পাইলট প্রোজেক্টের আওতায় ৯.৩ লাখের বেশি পেনশনভোগীকে দেওয়া হয় প্রায় ২১৩ কোটি টাকার পেনশন।
advertisement
5/6
বিবৃতিতে বলা হয়েছে, পেনশন পরিষেবাকে উন্নত করার লক্ষ্যে ডিসেম্বর মাসে কর্মচারী পেনশন স্কিম ১৯৯৫-এর অধীনে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন নতুন সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম দেশের সমস্ত আঞ্চলিক এবং জেলা অফিসে পূর্ণাঙ্গভাবে কার্যকর করেছে। ২০২৪-এর ডিসেম্বর মাসে ইপিএফও-এর ১২২টি পেনশন বিতরণকারী আঞ্চলিক অফিসের সঙ্গে যুক্ত ৬৮ লাখেরও বেশি পেনশনভোগীদের প্রায় ১,৫৭০ কোটি টাকার পেনশন বিতরণ করাও হয়েছে।
advertisement
6/6
বিশেষজ্ঞরা বলছেন, সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেমে পেনশন বিতরণের পুরো প্রক্রিয়াটাই হবে অনলাইনে। ফলে পেমেন্ট মিলবেও দ্রুত। পেনশন শুরু করার জন্য ব্যাঙ্কে গিয়ে যাচাই করার প্রয়োজনও নেই। কোনও ঝক্কিই পোহাতে হবে না। ফলে পেনশনভোগীরা সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pension: সারা দেশে চালু হচ্ছে CPPS, যে কোনও ব্যাঙ্ক থেকেই এখন তুলতে পারবেন পেনশন, কবে থেকে মিলবে এই সুবিধা?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল