Bank Employees Pension| লাখ লাখ ব্যাঙ্ককর্মীদের জন্য বড় সুখবর, ৩০-৩৫ হাজার টাকা বাড়তে চলেছে পেনশন!
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Bank Employees Pension| এবার থেকে ব্যাঙ্ক কর্মীরা তাদের শেষ বেতনের ৩০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
advertisement
1/5

ব্যাংক কর্মীদের জন্য বিরাট সুখবর। এবার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের প্রস্তাবে সম্মতি দিয়ে পেনশনের নিয়মে আমূল বদল আনল সরকার। কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে ব্যাঙ্ক কর্মীরা তাদের শেষ বেতনের ৩০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।
advertisement
2/5
এই সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মীদের পেনশন বেনিফিট ৩০ হাজার থেকে ৩৫ হাজার টাকা বাড়বে, এমনটাই মনে করছেন অর্থমন্ত্রকের ফিনান্স সার্ভিস শাখার সেক্রেটারি দেবাশীষ পান্ডা।
advertisement
3/5
আগে অবসরে পেনশনের টাকা তোলার ক্ষেত্রে সর্বোচ্চ ৯২৮৪ টাকা তুলতে পারতেন ব্যাঙ্ক কর্মীরা। টাকা তোলার স্ল্যাপ ছিল শেষ বেতনের পনেরো, কুড়ি, তিরিশ শতাংশ। এই সময়ে ইন্ডিয়ান ব্যাংকিং অ্যাসোসিয়েশন সরকারকে প্রস্তাব দিয়েছিল এই অর্থের পরিমাণ বাড়ানো হোক। বুধবার পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির পারফরম্যান্স খতিয়ে দেখেন নির্মলা সীতারামন। তারপরেই এই সিদ্ধান্ত নেন তিনি।
advertisement
4/5
প্রসঙ্গত সম্প্রতি মহার্ঘভাতা বাড়িয়েছে সরকার এর ফলে ব্যাঙ্ক কর্মীরা এমনিতেই লাভবান হয়েছেন। এর মধ্যেই এই পেনশনের অর্থ মূল্যবৃদ্ধি ব্যাঙ্ককর্মীদের জন্য সত্যিই সুখবর।
advertisement
5/5
প্রসঙ্গত এখন ব্যাংক কর্মীরা মূল মাইনে এর ১০ শতাংশ জমা করেন ন্যাশনাল পেনশন প্ল্যানে। এবার থেকে তাদের ১৪% জমা করতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Employees Pension| লাখ লাখ ব্যাঙ্ককর্মীদের জন্য বড় সুখবর, ৩০-৩৫ হাজার টাকা বাড়তে চলেছে পেনশন!