TRENDING:

পুজোর মুখে সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, কত পাবেন দেখে নিন

Last Updated:
পুজোর মুখে সুখবর। ফিক্সড ডিপোজিটে বাড়ল সুদের হার । ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন থেকে ৭.১০ শতাংশ হারে সুদ মিলবে।
advertisement
1/6
পুজোর মুখে সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, কত পাবেন দেখে নিন
পুজোর মুখে সুখবর। ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক। ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে এখন থেকে ৭.১০ শতাংশ হারে সুদ মিলবে। প্রবীণ নাগরিকরা পাবেন আর একটু বেশি। তাঁদের বার্ষিক ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হবে।
advertisement
2/6
কতটা সুদ বাড়ল? আইসিআইসিআই ব্যাঙ্ক জানিয়েছে, সাধারণ গ্রাহকরা ৭ দিন থেকে ১০ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে এখন থেকে ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
3/6
একই মেয়াদে প্রবীণ নাগরিকদের সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৭.৬০ শতাংশ। পাঁচ বছর মেয়াদে ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৭ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকরা ৭.৫০ শতাংশ হারে সুদ পাবেন।
advertisement
4/6
এছাড়া ৪, ৩, ২ এবং এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে যথাক্রমে ৭ শতাংশ, ৭ শতাংশ, ৭.১০ শতাংশ এবং ৬.৭০ শতাংশ হারে সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। বলে রাখা ভাল, এনআরআই-রাও আইসিআইসিআই ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারেন। তাঁদের জন্য রয়েছে এনআরও, এনআরই, আরএফসি এবং এফসিএনআর ফিক্সড ডিপোজিট। এতে মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, কানাডিয়ান ডলার, অস্ট্রেলিয়ান ডলার এবং সিঙ্গাপুর ডলার জমা করার সুবিধা রয়েছে।
advertisement
5/6
এনআরই এবং এনআরও এফডি-তে সুদের হার: ৭ দিন থেকে ১৪ দিন এবং ১৫ দিন থেকে ২৯ দিন মেয়াদে ৪.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের জন্যও সুদের হার একই। এছাড়া ২, ৩, ৫ এবং ১০ বছর মেয়াদে যথাক্রমে ৭ শতাংশ, ৬.৭৫ শতাংশ, ৬.৭৫ শতাংশ এবং ৬.৭৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।
advertisement
6/6
পাঁচ বছর মেয়াদি সাধারণ ফিক্সড ডিপোজিটে কর সুবিধা: আইসিআইসিআই ব্যাঙ্কের পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে ধারা ৮০সি-র আওতায় ট্যাক্স ডিডাকশনের সুবিধা পাওয়া যায়। তবে এফডি থেকে প্রাপ্ত সুদ করযোগ্য। এক আর্থিক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় দাবি করতে পারেন গ্রাহকরা। পাঁচ বছরের লক ইন পিরিয়ড থাকে। এই সময়কাল আরও পাঁচ বছর বাড়ানো যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুজোর মুখে সুখবর, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, কত পাবেন দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল