Gold Silver Price In 2026: সোনা-রুপোর দাদাগিরি শেষ! নতুন বছরে আগুন দাম সস্তার ধাতুর, ২০২৬ কয়েক গোল দেবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Gold Silver Price In 2026: সোনা, রুপো নয়, নতুন ধাতুই বাজার কাঁপাবে
advertisement
1/12

সোনার ও রুপোর দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে ৷ লাগাতার ভাবে সোনার দাম নিজের রেকর্ড নিজেই ভাঙছে ৷ বিশেষজ্ঞরা অনুমান করছেন নতুন বছরে রুপোর দাম বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
বিনিয়োগ করে ভাল রিটার্ন দেওয়ার ক্ষেত্রে দুই ধাতুর দাদাগিরি সর্বজন বিধিত ৷ কিন্তু এই দাদাগিরিতে ঠান্ডা পড়বে আগামী বছর অর্থাৎ ২০২৬-এ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
সব থেকে ভাল পারফর্ম করতে পারে তামা ৷ সোনা, রুপোর থেকেও ভাল রিটার্ন দিতে পারে ৷ Nirmal Bang Securities-এর ভাইস প্রেসিডেন্ট ও কমোডিটি রিসার্চের প্রধান কুণাল শাহ জানিয়েছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
২০২৬-এ সোনা, রুপোর থেকেও তামাতে বিনিয়োগ অত্যন্ত ভাল হতে পারে ৷ তামার বাড় বাড়ন্ত হতে পারে চিনের involution policy-র কারণে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
তিনি জানিয়েছেন তামার যোগানের অভাব, electric vehicles, data centres ও power sector-এ প্রবল চাহিদার কারণেই তামার যোগান কমেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
লন্ডন মেটাল এক্সচেঞ্জের অনুমান $১৩,৫০০ প্রতি টন ১৪,০০০ পর্যন্ত ৷ যার দাম এমসিএক্সে ১,৩০০-১,৩৫০-এর বরাবর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
তিনি এও জানিয়েছেন রুপোর যোগানের অভাব, বিপুল চাহিদা দুই একই সঙ্গে কার্যকর হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
২০২৫-এ সোনা ও রুপো আশাতীত বাণিজ্য করে বিশ্বব্যাপি ৷ ২০২৬-এর দেওয়া টারগেট অনেক আগেই পূরণ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
২০২৬-এর জন্য মনে করা হচ্ছে ৪,০০০ ডলারে সোনা আউন্স পৌঁছবে ৷ পরিস্থিতি অনুকূল হলে সেটি ৪,৬৫০ থেকে ৪,৭০০ আউন্স পর্যন্ত পোঁছবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
২০২৫-এর মত দামে ভীষণ বৃদ্ধি হবে বলে মনে করেন না ৷ ১০-১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেবে, এমনই অনুমান করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
রুপোর কথা বললে বলা যেতে পারে বাজারের মুখ্য রূপে সাপ্লাই, সাইড় ডায়নামিক্স আর ডেটা সেন্টার্স, ইলেকট্রনিক্সে আগামী দিনের চাহিদা সঞ্চালিত হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
<strong>Disclaimer: উপরোক্ত বিষয়গুলির বিশ্লেষণ বিশেষজ্ঞ, ব্রোকারেজ ফার্মের গবেষণায় উঠে এসেছে নানান সম্ভাবনা, এর সঙ্গে নিউজ ১৮ বাংলার কোনও সম্পর্ক নেই ৷ নেই দায়বদ্ধতাও ৷ যেকোনও বিনিয়োগের আগেই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই সঠিক পথে বিনিয়োগ করা উচিৎ ৷ প্রতীকী ছবি ৷</strong>
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Silver Price In 2026: সোনা-রুপোর দাদাগিরি শেষ! নতুন বছরে আগুন দাম সস্তার ধাতুর, ২০২৬ কয়েক গোল দেবে