TRENDING:

Gold price: সোনার দামের নেপথ্যেও তাঁরই 'খেল'? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?

Last Updated:
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্ববাজারে টানা ঊর্ধ্বমুখী সোনার দাম। দ্বিতীয় মেয়াদ শুরুর এক বছরের মধ্যেই আন্তর্জাতিক বাজারে সোনার দর বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। মঙ্গলবার প্রথমবারের জন্য প্রতি আউন্সে ৪,৭০০ ডলারের সীমা পেরিয়েছে সোনা। বৈশ্বিক বাণিজ্যিক অনিশ্চয়তা, শুল্ক যুদ্ধের আশঙ্কা এবং ডলারের দুর্বলতার জেরে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে সোনা ও রুপোর মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের প্রভাব ভারতের স্থানীয় বাজারেও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
1/11
সোনার দামের নেপথ্যেও তিনি? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ বৃদ্ধি কেন?
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বমুখী সোনার দাম। তাঁর দ্বিতীয় মেয়াদ শুরুর এক বছরের মধ্যেই বিশ্ববাজারে সোনার দর বেড়েছে ৭০ শতাংশেরও বেশি। মঙ্গলবার প্রথমবারের জন্য প্রতি আউন্সে ৪,৭০০ ডলারের সীমা অতিক্রম করেছে সোনা।
advertisement
2/11
স্পট বাজারে সোনার দাম এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৪,৭১৭.০৩ ডলার, যা প্রায় ছুঁয়ে ফেলেছে আগের সর্বকালীন উচ্চতা ৪,৭২১.৯১ ডলার। ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,৭২২.৭০ ডলারে পৌঁছেছে।
advertisement
3/11
ভারতীয় মুদ্রায় হিসাব করলে (বর্তমান আনুমানিক বিনিময় হার অনুযায়ী, ১ ডলার প্রায় ৯১.৫৮ টাকা), স্পট সোনার দাম দাঁড়াচ্ছে প্রতি আউন্সে প্রায় ৪ লক্ষ ৩২ হাজার টাকা। এই দরের জেরে আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার আবহে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ ছেড়ে নিরাপদ আশ্রয় হিসেবে সোনার দিকে ঝুঁকছেন।
advertisement
4/11
রেকর্ড উত্থান দেখা গিয়েছে রুপোর দামেও। লেনদেনের শুরুতে স্পট রুপো প্রতি আউন্সে সর্বোচ্চ ৯৪.৭২ ডলার ছুঁলেও পরে সামান্য সংশোধনে ০.৫ শতাংশ কমে দাঁড়ায় ৯৪.২৩ ডলারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে রুপোর দাম বেড়েছে ২০০ শতাংশেরও বেশি। ভারতীয় মুদ্রায় হিসাব করলে স্পট রুপোর দাম প্রতি আউন্সে প্রায় ৮,৬৩০ টাকা।
advertisement
5/11
বিশেষজ্ঞদের মতে, এই তীব্র মূল্যবৃদ্ধির মূল কারণ বিশ্বজুড়ে রাজনৈতিক ও বাণিজ্যিক অনিশ্চয়তা। ইউরোপীয় মিত্রদেশগুলির উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়িয়েছে। এর জেরে বিনিয়োগকারীরা শেয়ার ও ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে এসে সোনা ও রুপোর মতো নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকছেন।
advertisement
6/11
বাজার বিশ্লেষকদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে ট্রাম্প প্রশাসনের কড়া অবস্থান এবং তুলনামূলক কম সুদের হার মূল্যবান ধাতুর বাজারকে আরও চাঙ্গা করেছে। তাঁদের মতে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ কার্যত সোনা ও রুপোর জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে এবং তাঁর অপ্রচলিত নীতির জেরে এই ধাতুগুলির দামে ধারাবাহিক ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।
advertisement
7/11
ডলার দুর্বল হওয়ার ফলেও সোনার বাজার বাড়তি সমর্থন পাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের তরফে পাল্টা শুল্ক আরোপের সম্ভাবনায় ইউরোপীয় তহবিলগুলি মার্কিন সম্পদ বিক্রি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাব পড়ছে ডলারের উপর, যা আবার সোনার দামের পক্ষে ইতিবাচক হয়ে উঠছে।
advertisement
8/11
শুল্ক যুদ্ধের আশঙ্কায় মার্কিন শেয়ার ও সরকারি বন্ডে ব্যাপক বিক্রি শুরু হওয়ায় ডলার সাম্প্রতিক সময়ে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। ২০২৫ সালের বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতি ফিরে আসার আশঙ্কায় বিনিয়োগকারীরা সোনা ও সুইস ফ্রাঁ-র মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। বিশেষজ্ঞদের মতে, বছরের মাঝামাঝি যদি বাণিজ্য সংক্রান্ত সমঝোতা না হয়, তাহলে এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
advertisement
9/11
বিশ্লেষকদের বক্তব্য, আলোচনার স্পষ্ট দিশা না পাওয়া পর্যন্ত মূল্যবান ধাতুর বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকবে। বিশেষ করে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হলে সোনার দামে নতুন উচ্চতা দেখা যেতে পারে।
advertisement
10/11
অন্য মূল্যবান ধাতুগুলির মধ্যেও ঊর্ধ্বগতি স্পষ্ট। স্পট প্ল্যাটিনামের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে প্রায় ২,৩৮৭ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ১৮ হাজার টাকা। প্যালাডিয়ামের দামও সামান্য বেড়ে প্রতি আউন্সে প্রায় ১,৮৪৫ ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ লক্ষ ৬৯ হাজার টাকা।
advertisement
11/11
সার্বিক ভাবে ট্রাম্প প্রশাসনের নীতিগত অবস্থান এবং বৈশ্বিক বাণিজ্যিক টানাপোড়েন বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর দামে। ভারতে ঐতিহ্যগত ভাবে সোনার চাহিদা বেশি হওয়ায় এই আন্তর্জাতিক মূল্যবৃদ্ধির প্রভাব স্থানীয় বাজারেও পড়তে পারে। আগামী দিনে বাণিজ্য আলোচনা কোন পথে এগোয়, তার উপরই নির্ভর করবে সোনার দামের ভবিষ্যৎ গতিপথ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold price: সোনার দামের নেপথ্যেও তাঁরই 'খেল'? ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে স্বর্ণ মূল্যে ৭০ শতাংশ লাফ! থামবে নাকি আরও বাড়বে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল