Gold Prices Today: ফের রেকর্ড দামের দিকে এগোচ্ছে সোনা! ৭ দিনে দাম বাড়ল ২২০০ টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Prices Today: এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা ৷
advertisement
1/5

মঙ্গলবার নিয়ে লাগাতার ৭দিন ঊর্ধ্বমুখী সোনার দাম ৷ এর জেরে ফের একবার রেকর্ড দামের দিকে এগোচ্ছে সোনালি ধাতুর দাম ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (Gold Price Today) এদিন সোনার দাম০.৫৬ শতাংশ বেড়েছে ৷
advertisement
2/5
২০২০-তে ৫৬২০০ টাকা হয়েছিল সোনার দাম ২০২০ সালে সোনার দাম বেড়ে প্রতি ১০ গ্রামে ৫৬,২০০ টাকা হয়ে গিয়েছিল যা এখনও পর্যন্ত সোনার সবর্কালীন রেকর্ড দাম ৷
advertisement
3/5
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম? বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
advertisement
4/5
বাড়িতে বসে কীভাবে জানবেন সোনার দাম? বাড়িতে বসে সহজেই সোনার দাম জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে কেবল 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ এবং আপনার ফোনে মেসেজ চলে আসবে যেখানে আপনি সোনার লেটেস্ট দাম দেখতে পাবেন ৷
advertisement
5/5
এই ভাবে যাচাই করে নিন সোনার শুদ্ধতা সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি অ্যাপ তৈরি করা হয়েছে ৷ ‘BIS Care app’ থেকে গ্রাহকরা সোনার শুদ্ধতা যাচাই করতে পারবেন ৷ এই অ্যাপের মাধ্যমে কেবল সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন ৷ এই অ্যাপে জিনিসের রেজিস্ট্রেশন, লাইসেন্স, হলমার্ক নম্বর ভুল থাকলে গ্রাহকরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Prices Today: ফের রেকর্ড দামের দিকে এগোচ্ছে সোনা! ৭ দিনে দাম বাড়ল ২২০০ টাকা