Gold Price Today: সুখবর! মঙ্গলবার আরও কমল সোনার দাম, পাল্লা দিয়ে নিম্নমুখী রুপোর দামও
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: বর্তমানে অবশ্য রের্কড দাম থেকে ৯৫০০ টাকা সস্তা রয়েছে সোনার দাম ৷
advertisement
1/4

ফের নিম্নমুখী সোনা ও রুপোর দাম ৷ স্বাভাবিকভাবেই সোনা ক্রেতাদের জন্য সুখবর। কমজোর গ্লোবাল মার্কেটের প্রভাব ভারতীয় বাজারেও দেখতে পাওয়া যাচ্ছে ৷ MCX এ গত ৪দিন তৃতীয়বার সোনার দামে (Gold price today) পতন দেখা গিয়েছে ৷
advertisement
2/4
এদিন সোনার দাম ০.১ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৬,৮৬০ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম (Silver price today) ০.২৩ শতাংশ কমে প্রতি কিলোগ্রামে ৬৩,১৫৫ টাকা হয়েছে ৷ গত বছর অগাস্ট মাসে রেকর্ড দাম বেড়েছিল সোনার ৷ বর্তমানে অবশ্য রের্কড দাম থেকে ৯৫০০ টাকা সস্তা রয়েছে সোনার দাম ৷
advertisement
3/4
আন্তর্জাতিক বাজারে এদিন সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ সোনার দাম ০.১ শতাংশ কমে ১৭৯১.১৬ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ অন্যান্য দামি ধাতুর মধ্যে রুপোর দাম ০.৩ শতাংশ কমে ২৩.৬৫ ডলার প্রতি আউন্স, প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ কমে ৯৫৮.৭৩ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷
advertisement
4/4
গুডস রিটার্ন ওয়েবসাইটের অনুযায়ী, দিল্লিতে এদিন ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫০৩৪০ টাকা, চেন্নাইয়ে ৪৮৩৮০ টাকা, মুম্বইয়ে ৪৭০০০ টাকা ও কলকাতায় ৪৯২৫০ টাকা ৷ 8955664433 নম্বরে মিলড কল দিলে বাড়িতে বসেই মেসেজে জানতে পারবেন সোনার লেটেস্ট রেট ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সুখবর! মঙ্গলবার আরও কমল সোনার দাম, পাল্লা দিয়ে নিম্নমুখী রুপোর দামও