Latest Gold Price: আজ কি কম দামে মিলবে সোনা ? দেখে নিন আপনার শহরে ২৪ ও ২২ ক্যারেট সোনার লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Today Gold Rate: প্রতিদিনই বদলাচ্ছে সোনার দাম। আজ সোনা কিনলে লাভ হবে কি না? কলকাতা সহ আপনার শহরে ২৪ ও ২২ ক্যারেট সোনার আজকের লেটেস্ট দাম দেখে নিন।
advertisement
1/8

হু হু করে বেড়েই চলেছে সোনার দাম ৷ এদিন আন্তর্জাতিক ও স্থানীয় দু’ধরনের বাজারেই সোনার দর বৃদ্ধি পেয়েছে। সোনা এখনও বিনিয়োগকারীদের কাছে নিরাপদ আশ্রয়ের চাহিদায় বেড়েই রয়েছে এবং বিশ্বমুদ্রা ও বাজার পরিস্থিতির কারণে এর দাম বাড়তে থাকবে এমন প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
advertisement
2/8
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশ্ববাজারে সোনার দাম ১ আউন্স $৫২০০ ছাড়িয়ে গেল — এটি একটি নতুন ইতিহাস! এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ অ্যাসেট হিসেবে সোনায় ঝুঁকেছেন, যার ফলে দাম আরও বাড়ছে।
advertisement
3/8
দেশীয় বাজারেও সোনার দাম অনেকটাই বেড়ে গিয়েছে।গ্লোবাল চাহিদা বৃদ্ধি: বিশ্ব অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সোনা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে নির্বাচিত হচ্ছে।মুদ্রার মান দুর্বলতা: ডলারের দুর্বলতা সোনার দামের উপরে চাপ সৃষ্টি করছে।সুদের বাজারে অস্থিরতা: আগামী নীতি নিয়ে অনিশ্চয়তা থাকায় সোনার চাহিদা বাড়ছে।
advertisement
4/8
বর্তমানে কত দামে বিক্রি হচ্ছে সোনা?বর্তমানে দেশে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে অনেকটাই বেড়ে গিয়েছে । কিছু শহরে গয়না তৈরির খরচ ও জিএসটি যোগ করলে দাম আরও অনেকটাই বেড়ে যাচ্ছে। এই ধারাবাহিক ঊর্ধ্বগতিই জল্পনা বাড়াচ্ছে যে সামনে বড় রেকর্ড আসতে পারে।
advertisement
5/8
তাহলে কি সত্যিই ২ লাখ টাকা ছুঁতে পারে সোনার দাম?বাজার বিশেষজ্ঞদের একাংশের মতে, স্বল্পমেয়াদে ২ লাখ টাকা প্রতি ১০ গ্রাম হওয়া কঠিন, তবে দীর্ঘমেয়াদে সেই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। যদি আন্তর্জাতিক অস্থিরতা আরও বাড়ে, ডলার দুর্বল থাকে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনা কেনা বাড়ায়, তাহলে আগামী কয়েক বছরে বড়সড় রেকর্ড গড়তে পারে সোনা।
advertisement
6/8
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?বিশেষজ্ঞরা বলছেন, এখনই আতঙ্কিত হয়ে বিপুল পরিমাণ সোনা কেনার সিদ্ধান্ত না নেওয়াই ভালো। বরং ধাপে ধাপে বিনিয়োগ করা যেতে পারে। গয়না কেনার বদলে গোল্ড ETF, সোভেরেন গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করলে ঝুঁকি তুলনামূলকভাবে কম হতে পারে।
advertisement
7/8
আজ সোনার দাম কত হল ? বুধবার ২৮ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৫৫২৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১২৭৪৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ৩৭০৬৮০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
8/8
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Latest Gold Price: আজ কি কম দামে মিলবে সোনা ? দেখে নিন আপনার শহরে ২৪ ও ২২ ক্যারেট সোনার লেটেস্ট দাম