Gold Price Today: সস্তায় সোনা কেনার দুর্দান্ত সুযোগ, রেকর্ড হাই থেকে ৯৩৫৮ টাকা কমল সোনার দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today: বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম কত হল ? জেনে নিন....
advertisement
1/5

বৃহস্পতিবার ফের সোনার দামে (Gold Price Today) ভারী পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনালী ধাতুর দাম ০.১৭ শতাংশ কমে ট্রেড করছে ৷অন্যদিকে, ঊর্ধ্বমুখী রুপোর দাম (Silver price today) ৷ রুপোর দাম ০.২০ শতাংশ বেড়ে প্রতি কিলোতে ৬৩৪২১ টাকায় ট্রেড করছে ৷
advertisement
2/5
৯৩৫৮ টাকা সস্তা হয়েছে সোনা ২০২০ সালে অগাস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম (Gold Price Today) প্রায় ৫৬২০০ টাকা হয়ে গিয়েছিল, যা এখনও পর্যন্ত সোনার সর্বকালীন রেকর্ড দাম ৷ এদিন এমসিএক্সে সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬৮১৫ টাকা ৷ অর্থাৎ হিসেব অনুযায়ী, গত বছরের নিরিখে সোনা এখন প্রায় ৯৩৫৮ টাকা সস্তা ৷
advertisement
3/5
সোনা ও রুপোর দাম অক্টোবরে ডেলিভারি হতে চলা সোনার দাম এদিন ০.১৭ শতাংশ কমে ৪৬৮১৫ টাকা প্রতি ১০ গ্রামের লেভেল চলে এসেছে ৷ রুপোর দাম ০.২০ শতাংশ বেড়ে ৬৩৪২১ টাকা প্রতি কিলোগ্রামে ট্রেড করছে ৷
advertisement
4/5
মিসড কল দিয়ে জানতে পারবেন সোনার দাম সোনার দাম (Gold Price Today) আপনি বাড়িতে বসে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য আপনাকে 8955664433 নম্বরে মিসড কল দিতে হবে ৷ মিসড কল দিতেই আপনার ফোনে সোনা ও রুপোর লেটেস্ট দাম চলে আসবে ৷
advertisement
5/5
কীভাবে চেক করবেন সোনার শুদ্ধতা - সোনার শুদ্ধতা যাচাই করার জন্য সরকারের তরফে একটি নতুন অ্যাপ লঞ্চ করা হয়েছে ৷ নাম ‘BIS Care app’৷ এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সোনা ও রুপোর শুদ্ধ যাচাই করতে পারবেন ৷ শুদ্ধতা যাচাইয়ের পাশাপাশি সোনা ও রুপো সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন গ্রাহকরা ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: সস্তায় সোনা কেনার দুর্দান্ত সুযোগ, রেকর্ড হাই থেকে ৯৩৫৮ টাকা কমল সোনার দাম