Gold Price : আরও বাড়ল সোনার দাম, কোথায় গিয়ে থামবে ? ১ গ্রামের দাম জানলে চমকে যাবেন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Rises Again: সোনার দামে ফের বড়সড় বৃদ্ধি। প্রতিদিন নতুন রেকর্ডের দিকে এগোচ্ছে বাজার। আজ ১ গ্রামের সোনার দাম জানলে অবাক হবেন।
advertisement
1/7

ফের ঊর্ধ্বমুখী সোনার বাজার। কয়েকদিন স্থির থাকার পর আবারও লাফ দিয়ে বাড়ল সোনার দাম। প্রতিদিনের এই দাম বাড়ার খবরে রীতিমতো চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীরাও। ১ গ্রামের সোনার বর্তমান দাম জানলে সত্যিই চমকে যেতে হয়।
advertisement
2/7
কেন হঠাৎ এত বাড়ছে দাম?বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে একাধিক কারণে সোনার দাম চড়ছে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং ডলারের ওঠানামা—সবকিছুর প্রভাবই পড়ছে সোনার দামে। পাশাপাশি অনেক বিনিয়োগকারী নিরাপদ বিনিয়োগ হিসেবে ফের সোনার দিকে ঝুঁকছেন, যার ফলে চাহিদা বেড়েছে।
advertisement
3/7
সাধারণ ক্রেতাদের বাড়তি চাপ -সোনার এই লাগাতার দাম বৃদ্ধিতে সবচেয়ে বেশি চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের উপর। সামনে বিয়ের মরসুম থাকায় যাঁরা গয়না কেনার পরিকল্পনা করেছিলেন, তাঁদের বাজেট নতুন করে ভাবতে হচ্ছে। অনেকেই দাম কমার অপেক্ষায় কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন।
advertisement
4/7
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বল্পমেয়াদে সোনার দামে আরও ওঠানামা হতে পারে। তবে দীর্ঘমেয়াদে সোনা এখনও নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম। তাই হঠাৎ দামে ভয় পেয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে পরিকল্পিতভাবে ধাপে ধাপে বিনিয়োগ করাই ভাল।
advertisement
5/7
কোথায় গিয়ে থামবে সোনার দাম?এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনই দেওয়া কঠিন। আন্তর্জাতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির সুদের হার সংক্রান্ত সিদ্ধান্ত এবং বৈদেশিক মুদ্রাবাজার—সবকিছুর উপরই নির্ভর করছে সোনার ভবিষ্যৎ দাম।
advertisement
6/7
আজ সোনার দাম কত হল ? মঙ্গলবার ১৩ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩৩৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৯৫৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৬৪১৯৭ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
7/7
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price : আরও বাড়ল সোনার দাম, কোথায় গিয়ে থামবে ? ১ গ্রামের দাম জানলে চমকে যাবেন