Gold Price Rise: ভোটের পর কি সোনার দাম আরও বাড়বে? কত হবে ১০ গ্রামের দাম ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Price Rise: ভারতীয় রাজনীতিতে এবং নীতিতে সোনার উচ্চ প্রভাব রয়েছে তা নয়, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও দীর্ঘ সময় ধরে সোনার শীর্ষ ১০ ক্রেতার মধ্যে অন্যতম।
advertisement
1/7

শুরু ভোট। চলছে প্রথম দফার ভোটগ্রহণ। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নির্বাচন জাতীয় এবং বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এর মধ্যেই গত দু’দশকেরও বেশি সময় ধরে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল সামনে আনল, সোনার দামে ভারতের লোকসভা নির্বাচনের প্রভাব সংক্রান্ত রিপোর্ট।
advertisement
2/7
অনেকেরই একে অ্যাপোফেনিয়া বা প্যাটার্নিসিটির বাধ্যতামূলক বৈশিষ্ট্য থেকে উদ্ভূত মনে হতে পারে, যা আপাত সম্পর্কহীন জিনিসগুলোর মধ্যে অর্থপূর্ণ সংযোগ দেখায়। এক্ষেত্রে বিষয়টা নিছক প্যাটার্নিসিটি নয়। ভারতের বিপুল জনসংখ্যা এখনও সম্পদ বলতে সোনাই বোঝে।
advertisement
3/7
শুধু তাই নয়, পুজো-পার্বণ, উৎসব-অনুষ্ঠানে সোনা কেনেও। ফলে ভারতীয় রাজনীতিতে এবং নীতিতে সোনার উচ্চ প্রভাব রয়েছে তাই নয়, দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কও দীর্ঘ সময় ধরে সোনার শীর্ষ ১০ ক্রেতার মধ্যে অন্যতম।
advertisement
4/7
সোনায় লোকসভা নির্বাচনের প্রভাব: ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য বলছে, গত বছরের এই প্রান্তিকের তুলনায় লোকসভা নির্বাচনের বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে চাহিদা হ্রাস পেয়েছে। গত চারটি লোকসভা নির্বাচনের সময় (এপ্রিল থেকে জুন) সোনার ব্যবহার কমেছে। সোনার গয়নার চাহিদাও কমে। ভারতীয় ক্রেতার চাহিদার প্রায় ৭০ শতাংশ, এর সঙ্গে বার এবং কয়েনও রয়েছে।
advertisement
5/7
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, ২০০৪ সালে এপ্রিল-জুন মাসে চাহিদা -২ শতাংশ হ্রাস পায়। ২০০৯ সালেও একই ছবি, চাহিদা কমে -১২ শতাংশ। ২০১৪ সালে -৩৬ শতাংশে দাঁড়ায়। কিন্তু ২০১৯ সালে ব্যাপক বদল দেখা যায়। চাহিদা বেড়ে যায় ১২ শতাংশ। সোনার দাম কম থাকায় এই চাহিদা বৃদ্ধি বলে মনে করছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।
advertisement
6/7
আগামী দিনে কি সোনার দাম বাড়তে পারে: ২০২৪ সালের নির্বাচনী ত্রৈমাসিকে সোনার সামগ্রিক চাহিদা হ্রাসের ইঙ্গিত মিলছে, এর মধ্যে দাম সবচেয়ে গুরুত্বপূর্ণ। সোনার উচ্চমূল্যের কারণে বিয়ের মরশুমেও সোনার গয়নার চাহিদা কমেছে। বর্তমানে এমসিএক্সে সোনা ৭১,৬৫০ টাকায় ট্রেড করছে, রেকর্ড উচ্চতার কাছাকাছি।
advertisement
7/7
প্রসঙ্গত, ২০২৪-এর ১৫ মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের নোট অনুযায়ী, দেশীয় বাজারে আন্তর্জাতিক মূল্যের চেয়ে প্রায় ২০ ডলার কম এক আউন্স সোনার লেনদেন হয়েছিল। তবে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল মনে করছে ভোটের পর ভারতীয় বাজারে সোনার চাহিদা ফের বাড়বে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Rise: ভোটের পর কি সোনার দাম আরও বাড়বে? কত হবে ১০ গ্রামের দাম ?