TRENDING:

Gold Price: সোনার দাম কতটা বাড়বে বা কমবে সেটা কীভাবে নির্ধারিত হয়? এই দাম কে নির্ধারণ করে?

Last Updated:
Gold Price Fluctuations Major Factors: সোনার দাম কতটা বাড়বে বা কমবে সেটা কীভাবে নির্ধারিত হয়? আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে, এই দাম কে নির্ধারণ করে? 
advertisement
1/7
সোনার দাম কতটা বাড়বে বা কমবে সেটা কীভাবে নির্ধারিত হয়? এই দাম কে নির্ধারণ করে?
সোনা বললেই সবার আগে আমাদের মাথায় আসে একটাই কথা। সেটা হল চড়া দাম। এটা আমরা সবাই জানি যে সোনার দাম বাজার অনুযায়ী কখনও বেড়ে যায়, কখনও তা আবার কম হয়ে আসে। তবে, যতই কম হোক না কেন, আদতে এই হলুদ ধাতু বহমূল্যই, চাইলেই তা কেনা সবার পক্ষে সম্ভব নয়।
advertisement
2/7
ওদিকে ভারতে আবার সোনার দাম সব রেকর্ড ভেঙে ফেলে এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এমন সময়ে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে সোনার দাম কতটা বাড়বে বা কমবে সেটা কীভাবে নির্ধারিত হয়? আমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে, এই দাম কে নির্ধারণ করে?
advertisement
3/7
ভারতে বেশ কিছুদিন ধরে সোনার দামে ওঠানামা দেখা গিয়েছে। কখনও সোনার দাম অনেকটাই উচ্চতায় পৌঁছে গিয়েছে, আবার কখনও সোনার দাম অনেকটা সস্তা হয়েছে। সোনার ক্রেতা এবং বিক্রেতারা প্রতিনিয়ত এই সোনার বাজারের ওঠানামার দিকে নিজেদের লক্ষ্য রাখে। কিন্তু, অনেকেই জানেন না যে, সোনার দাম কোন সময়ে বৃদ্ধি পায় এবং কোন সময়ে এর দাম কম হয়। এক নজরে দেখে নেওয়া যাক এর কারণগুলি।
advertisement
4/7
বুলিয়ন মার্কেট এবং সারাফা বাজার হল এমন দুটি জায়গা যেখানে সোনা এবং রুপোর ব্যবসা হয়। সাধারণ জনতা সারাফা বাজার থেকে সোনা ক্রয় করে। সোনার ব্যবসায়ীরা বুলিয়ন মার্কেট থেকে ফিউচার মার্কেটের মাধ্যমে সোনা ও রুপোর ব্যবসা করে। অন্য দিকে, ফিউচার মার্কেট হল সেই বাজার বা এক্সচেঞ্জ যেখানে দাম নির্ধারণের সময় কোনও ফিনান্সিয়াল প্রোডাক্টের দাম নির্ধারণ করা হয়। এরপর ভবিষ্যতের কোনও তারিখে নির্ধারিত সেই দামেই সোনা ডেলিভারি করার জন্য ক্রয় অথবা বিক্রয় করা হয়।
advertisement
5/7
ভারতে একটি মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ রয়েছে। যা দেশের বাজারে সোনার চাহিদা এবং সাপ্লাইয়ের ডেটা বিশ্লেষণ করে সোনার দাম নির্ধারণ করে থাকে। MCX-এর কো-অর্ডিনেশন লন্ডনের বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েসনের সঙ্গেও রয়েছে। সোনা এবং রুপোর ব্যবসার জন্য বুলিয়ন মার্কেটকে প্রাইমারি গ্লোবাল মার্কেট মনে করা হয়।
advertisement
6/7
সোনার দাম চাহিদা এবং সাপ্লাই অনুযায়ী ওঠানামা করে থাকে। যেমন বিয়ের মরশুমে সোনার গয়নার চাহিদার জন্য, এর দাম এক লাফে অনেকটাই বেড়ে যায়। বিয়ের মরশুম ছাড়াও ভারতে উৎসবের মরসুমে সোনার দাম অনেকটাই বেড়ে যায় চাহিদার কারণে।
advertisement
7/7
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ সোনার চাহিদা ও সাপ্লাইতে প্রভাব ফেলে। এর ফলে সোনার দাম ওঠানামা করতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: সোনার দাম কতটা বাড়বে বা কমবে সেটা কীভাবে নির্ধারিত হয়? এই দাম কে নির্ধারণ করে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল