Pakistan gold price: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pakistan gold price: বিয়ে হোক বা সঞ্চয়, সোনা সকলের জীবনে গুরুত্বপূর্ণ। তবুও, পাকিস্তানিরা সোনার যে দামে কেনে তা ভারতীয়দের দামের তুলনায় অনেকটা বেশি।
advertisement
1/5

বিয়ে হোক বা সঞ্চয়, সোনা সকলের জীবনে গুরুত্বপূর্ণ। তবুও, পাকিস্তানিরা সোনার যে দামে কেনে তা ভারতীয়দের দামের তুলনায় অনেকটা বেশি।
advertisement
2/5
পাকিস্তানে ২৪-ক্যারেট সোনার (পাকা সোনা) ১০ গ্রাম মূল্য ৪ লাখ ৩০ হাজার ৫০০ পাকিস্তানি রুপি। ভারতে ১০ গ্রাম সোনার দাম ১ লাখ ২৫ হাজার ৮০০ টাকার অল্প বেশি।
advertisement
3/5
পাকিস্তানি রুপির দাম ভারতীয় টাকার তুলনায় বেশ কিছুটা কম। হিসাব করে দেখলে পাকিস্তানিরা প্রতি ১০ গ্রাম সোনার জন্য ভারতীয়দের চেয়ে প্রায় ১৩,০০০ টাকা বেশি দেয়।
advertisement
4/5
অনেকে ভাবতে পারেন ভারত থেকে সোনা কিনে পাকিস্তানে বিক্রয় করা বেশ লাভজনক হতে পারে। তবে তা একান্তই অবাস্তব। সোনা এভাবে কেনাবেচা করা যায় না, আর সোনার দাম বৃদ্ধিও বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে।
advertisement
5/5
বর্তমানে ভারতের ১ টাকা মানে পাকিস্তানের ৩ টাকা ১৭ পয়সা। শেষ কয়েক মাসে বেশ বেড়েছে পাকিস্কানের মুদ্রার দাম। পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। যাই হোক, পাকিস্তানে সোনার দাম ভারতের তুলনায় বেশি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pakistan gold price: ভারতে আকাশছোঁয়া সোনার দাম, জানেন পাকিস্তানে ১০ গ্রাম সোনার দাম কত? জানলে হাসি পাবে