Gold Price Fall: সুখবর ! কমল সোনার দাম, দেখে নিন ১ গ্রাম কতটা সস্তা হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Drop: সোনার বাজারে স্বস্তির খবর। আজ ১ গ্রাম সোনার দাম কমেছে। ২২ ও ২৪ ক্যারেট সোনার সর্বশেষ দর দেখে নিন এবং জানুন এখন সোনা কেনা কতটা লাভজনক।
advertisement
1/6

সোনার বাজারের খবর সবসময়ই বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। লক্ষ্মীবারে সকাল সকাল এল সুখবর ৷ অবশেষে কমল সোনার দাম। যাদের দীর্ঘদিন ধরে সোনায় বিনিয়োগের পরিকল্পনা ছিল, তাদের জন্য এটি হতে পারে একটি ভাল সুযোগ।
advertisement
2/6
যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই সময় সোনায় বিনিয়োগের জন্য সুবিধাজনক হতে পারে। কম মূল্যে সোনা কিনলে ভবিষ্যতে দাম বেড়ে গেলে ভাল রিটার্ন পাওয়া যায়।
advertisement
3/6
বাজার সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে সোনার দামের ঊর্ধ্বগতি এবং ডলারের ওঠানামার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। এর পাশাপাশি ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েন এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার প্রতি বাড়তি ঝোঁক—সব মিলিয়েই সোনার দামের উপর প্রভাব পড়ে ।
advertisement
4/6
আজকের বাজারে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দামে উল্লেখযোগ্য পার্থক্য দেখা যাচ্ছে। গয়না তৈরিতে ব্যবহৃত ২২ ক্যারাট সোনার দাম যেমন কমেছে, তেমনই খাঁটি ২৪ ক্যারাট সোনার দরও কমেছে । ফলে যারা এখন সোনা কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য খরচ অনেকটাই কমতে পারে ।
advertisement
5/6
আজ সোনার দাম কত হল ? বৃহস্পতিবার ৮ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১২৮৬৫ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১০৫৬৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৪৩৫৭৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷