TRENDING:

Gold Price Fall: কেন পড়ল সোনার দাম? আর কোন কারণেই বা মানুষ সোনা বিক্রি করে দিচ্ছে? জেনে নিন বিশদে

Last Updated:
Gold Price Drop: শুক্রবার ভারতীয় মার্কেটে সোনার দরে বড়সড় পতন দেখা যায়। দিল্লিতে সোনার দাম ছিল ৯১৬০০ টাকা। আগের দিনের তুলনায় সেদিন ১৬০০ টাকা কম ছিল সোনার দাম।
advertisement
1/6
কেন পড়ল সোনার দাম? আর কোন কারণেই বা মানুষ সোনা বিক্রি করে দিচ্ছে?
গত শুক্রবার অর্থাৎ ৪ এপ্রিল ২০২৫ তারিখে সোনার মূল্য ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছে। যার জেরে এক সপ্তাহে সোনার দাম বাড়তে পারেনি। আসলে গ্লোবাল মার্কেটে বড়সড় পতন এবং বাণিজ্য যুদ্ধ বৃদ্ধির ফলে মন্দার ঝুঁকিও বাড়ছে। এর জেরে নিজেদের ক্ষতিপূরণ করার জন্য সোনা বিক্রি করে দিচ্ছেন বিনিয়োগকারীরা।
advertisement
2/6
স্পট গোল্ডের ক্ষেত্রে ২.৬ শতাংশ পতন দেখা গিয়েছে। এর ফলে তা পৌঁছে গিয়েছে প্রতি আউন্সে ৩,০৩০.৬৬ ডলারে। বৃহস্পতিবার তা ৩১৬৭.৫৭ ডলারের রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল। আর এরপরে শুক্রবার ৩০১৬.৪৯ ডলারের রেকর্ড লো-এ পৌঁছে গিয়েছে। মার্কিন গোল্ড ২.৩ শতাংশ কমে পৌঁছেছে ৩০৪৯.২০ ডলারে। আবার প্রযুক্তিগত দিক থেকে ২১ দিনের মুভিং অ্যাভারেজ ৩০২৩ ডলারের উর্ধ্বেই থাকবে সোনার দাম।
advertisement
3/6
এদিকে শুক্রবার ভারতীয় মার্কেটে সোনার দরে বড়সড় পতন দেখা যায়। দিল্লিতে সোনার দাম ছিল ৯১৬০০ টাকা। আগের দিনের তুলনায় সেদিন ১৬০০ টাকা কম ছিল সোনার দাম।
advertisement
4/6
সোনার দাম নিয়ে বিশেষজ্ঞদের মতামত:স্ট্যান্ডার্ড চার্টার্ড অ্যানালিস্ট সুকি কুপার বলেন যে, সোনা হল লিক্যুইড অ্যাসেট। যা মার্জিন কল পূরণ করার জন্যই বিক্রয় হয়। সেই কারণে যখন কোনও বড়সড় বিপদের আশঙ্কা দেখা যায়, তখন তা বিক্রি করে দেওয়ার প্রবণতা খুবই সাধারণ। ঐতিহাসিক প্রবণতা লক্ষ্য করলে বোঝা যায় যে, এতে কোনও নতুনত্ব নেই।আবার সিটি ইন্ডেক্সের সিনিয়র অ্যানালিস্ট ম্যাট সিম্পসনের মতে, অতিরিক্ত অস্থিরতা সত্ত্বেও বিনিয়োগকারীদের জন্য নিরাপদ মাধ্যম হল সোনা। এর অর্থ হল, সোনার দামের পতন তাৎক্ষণিক। আর এটা অদূর ভবিষ্যতে আরও বাড়তে থাকতে পারে।
advertisement
5/6
আমেরিকায় কি মন্দা আসতে চলেছে?ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল বলেন যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ট্যারিফ প্রত্যাশার তুলনায় বেশি। এর প্রভাবে মুদ্রাস্ফীতি বাড়বে। আর উন্নতির হার ধীর গতিতে চলবে। সোনার পাশাপাশি গ্লোবাল স্টক মার্কেটেও এর প্রভাব দেখা যাবে। যেখানে শুক্রবার টানা দ্বিতীয় দিনের জন্য পতন দেখা গিয়েছে। S&P 500 এবং Nasdaq Composite-এ ৫ শতাংশ পতন ছিল। আর এর প্রধান কারণ হল, আগামী ১০ এপ্রিল থেকে মার্কিন পণ্যের উপর ৩৪ শতাংশ কর ধার্য করার কথা ঘোষণা করেছে চিন। এটা আসলে ট্রাম্পের ট্যারিফের উপর চিনের পাল্টা আক্রমণ।
advertisement
6/6
২০২৫-এ সোনার প্রবণতা:চলতি বছরের শুরুর দিক থেকে ১৫.৬ শতাংশ লাভ দেখা গিয়েছে সোনার ক্ষেত্রে। এর কারণ হল, সেন্ট্রাল ব্যাঙ্ক এবং আর্থ-রাজনৈতিক অনিশ্চয়তার কেনাকাটার জেরে বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পেয়েছিল। যদিও ডলার ইন্ডেক্স ০.৭ শতাংশ বেড়েছিল। ফলে দামি হয়েছে মার্কিন ডলার। ফলে বিদেশি ক্রেতাদের কাছে সোনার দর বেশ আকর্ষণীয় হয়ে উঠেছিল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Fall: কেন পড়ল সোনার দাম? আর কোন কারণেই বা মানুষ সোনা বিক্রি করে দিচ্ছে? জেনে নিন বিশদে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল