Gold Price Drop: সস্তা হল সোনা ? ১ গ্রামের দাম কমে কত কমল ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Drop: বুধবার ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কমে কত হল জেনে নিন ৷
advertisement
1/6

সোনার দামে প্রতিদিন ওঠানামা দেখা যায়। কখনও দাম বাড়ে, কখনও আবার খানিকটা কমে যায়। আন্তর্জাতিক বাজারে ডলার সূচকের পরিবর্তন, ক্রুড অয়েলের দর, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তা এবং ভারতের অভ্যন্তরীণ চাহিদা—সব মিলিয়ে সোনার দাম ঠিক হয়। এদিন কয়েক দিনের উর্ধ্বমুখী ধারা কিছুটা থেমেছে এবং সোনার দামে সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে। ফলে অনেকের মুখে প্রশ্ন—আসলে কতটা কমল সোনার দাম?
advertisement
2/6
সোনার দাম কমলেও তা দীর্ঘস্থায়ী হবে কি না, সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তা, আমেরিকার সুদের হার এবং দেশীয় চাহিদা—সবই আগামী দিনে সোনার দামে প্রভাব ফেলবে। তাই সোনা কিনতে চাইলে নিয়মিত দামের পরিবর্তনের দিকে নজর রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
advertisement
3/6
সোনা শুধু অলঙ্কার নয়, বহু মানুষের কাছে এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের অন্যতম সেরা মাধ্যম। তবে বিনিয়োগকারীরা মনে করছেন আগামী দিনেও সোনার দাম আরও উঁচুতে যেতে পারে।
advertisement
4/6
সোনার দাম বাড়লেও এটি এখনও নিরাপদ বিনিয়োগ হিসেবেই বিবেচিত হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে, দীর্ঘমেয়াদে সোনায় বিনিয়োগ করলে এখনও ভাল রিটার্ন পাওয়া সম্ভব। তবে স্বল্পমেয়াদী ক্রেতাদের জন্য এই সময়টা কিছুটা কঠিন হতে পারে।
advertisement
5/6
বুধবার ১৭ সেপ্টেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১০৪৪০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৮৫৭৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১২৭০৬২ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷