TRENDING:

Gold Loan: গোল্ড লোনে আসছে বড় পরিবর্তন, চালু হবে কার বা হোম লোনের মতো ব্যবস্থা, গ্রাহক কী সুবিধা পাবে দেখুন

Last Updated:
Gold Loan: যে সমস্ত ব্যাঙ্ক গোল্ড লোন দেয়, তারা সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার জন্য রেকারিং লোন পদ্ধতি চালু করা নিয়েও চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।
advertisement
1/6
গোল্ড লোনে আসছে বড় পরিবর্তন, গ্রাহক কী সুবিধা পাবে দেখুন
ব্যাঙ্ক এবং গোল্ড লোন দাতা সংস্থাগুলিকে কড়া ভাষায় সতর্ক করল আইবিআই। গোল্ড লোন বিতরণের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে বলে মনে করছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই নিয়ে অসন্তুষ্ট তারা। এই পরিস্থিতিতে মাসিক রিডেম্পশন স্কিম চালু করা হতে পারে। এই নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে গোল্ড লোন দাতা সংস্থাগুলি।
advertisement
2/6
ব্যাঙ্ক এবং গোল্ড লোন দাতা সংস্থাগুলি গ্রাহককে লোন দেওয়ার পর মাসিক কিস্তিতে সুদ এবং আসল সহ ঋণ পরিশোধ করার কথা বলতে পারে বলে অনুমান করা হচ্ছে। একেবারে হোম লোন বা কার লোনের মতো। যে সমস্ত ব্যাঙ্ক গোল্ড লোন দেয়, তারা সোনা বন্ধক রেখে ঋণ দেওয়ার জন্য রেকারিং লোন পদ্ধতি চালু করা নিয়েও চিন্তাভাবনা করছে বলে জানা গিয়েছে।
advertisement
3/6
ইকোনমিক টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, এক বর্ষীয়াণ ব্যাঙ্ক কর্তা বলেছেন, “রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ খুব স্পষ্ট, তারা চায় ব্যাঙ্ক বা গোল্ড লোন দাতা সংস্থা যেন শুধু বন্ধক রাখা সোনার উপর নির্ভর না করে। ঋণগ্রহীতার ঋণ পরিশোধের ক্ষমতা আছে কি না, তাও পরীক্ষা করে দেখুক। এজন্যই গোল্ড লোনের ক্ষেত্রেও এখন মাসিক পরিশোধের বিকল্প আনার প্রস্তুতি চলছে।”
advertisement
4/6
সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক কী বলেছে: এই বিষয়ে ৩০ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোনা এবং সোনার গয়না বন্ধক রেখে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনিয়ম হচ্ছে বলে ইঙ্গিত দেওয়া হয় তাতে। গোল্ড লোনের সোর্সিং, মূল্যায়ন, স্বচ্ছতা, লোন টু ভ্যালু অনুপাত এবং কতটা ঝুঁকি রয়েছে খতিয়ে দেখার পর এই বিষয় নিয়ে সার্কুলার জারি করে। শুধু তাই নয়, আরবিআই স্পষ্ট জানিয়ে দেয়, শুধু আংশিক অর্থপ্রদান করে গোল্ড লোনের কার্যক্রম চালিয়ে যাওয়াটা মারাত্মক ভুল।
advertisement
5/6
বিকল্প পদ্ধতির অনুসন্ধান: বর্তমানে গোল্ড লোন চিরাচরিত পদ্ধতিতেই শোধ করা হয়। অর্থাৎ বুলেট রিপেটমেন্ট গোল্ড লোন পদ্ধতি। এই পদ্ধতিতে ঋণগ্রহীতা ঋণের মেয়াদ শেষে ব্যাঙ্ক বা গোল্ড লোন দাতা সংস্থাকে পুরো টাকা মিটিয়ে দেন। ইএমআই-এর কোনও ব্যবস্থা নেই। অর্থাৎ মাসিক কিস্তিতে ঋণ শোধ করতে হয় না।
advertisement
6/6
ঋণ পরিশোধের আরও একটা বিকল্প রয়েছে। সেটা হল, আংশিক পরিশোধ। ঋণগ্রহীতার হাতে কিছু টাকা এল আর তিনি সেটা ব্যাঙ্ক বা ঋন দাতা সংস্থাকে দিয়ে দিলেন। এভাবেও ঋণের টাকা মেটাতে পারেন গ্রাহক। তবে রিজার্ভ ব্যাঙ্কের সার্কুলারের পর ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলি এখন গোল্ড লোন পরিশোধের জন্য মাসিক কিস্তি চালু করার কথা ভাবছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Loan: গোল্ড লোনে আসছে বড় পরিবর্তন, চালু হবে কার বা হোম লোনের মতো ব্যবস্থা, গ্রাহক কী সুবিধা পাবে দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল