Gold Jewellery Price: দাম বাড়ল সোনা-রুপোর গয়নার, আর কত বাড়তে পারে দাম ? জেনে নিন এখানে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সোনার বার থেকে তৈরি সামগ্রীর উপরেও মৌলিক শুল্ক বাড়ানো হয়েছে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
advertisement
1/6

সোনা-রুপোর গয়না এখন আরও ব্যয়বহুল। কেন্দ্রীয় বাজেটে সোনা, রুপো, প্ল্যাটিনামের মতো মূল্যবান ধাতুর উপর শুল্ক বৃদ্ধি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তারপর থেকে গয়নার দাম আকাশ ছুঁয়েছে। শুধু তাই নয়, সোনার বার থেকে তৈরি সামগ্রীর উপরেও মৌলিক শুল্ক বাড়ানো হয়েছে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের।
advertisement
2/6
ইলেকট্রিক কিচেন চিমনি, বাইসাইকেল, খেলনা, বৈদুতিক যান এবং সিগারেটের উপরেও শুল্ক বেড়েছে। সংসদে বাজেট বক্তৃতায় নির্মলা বলেছিলেন, ‘সিলভার ডোর, বার এবং জিনিসপত্রের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করছি যাতে সোনা এবং প্ল্যাটিনামের সঙ্গে সামঞ্জস্য করা যায়’।
advertisement
3/6
এবারের বাজেটে সোনার আমদানি শুল্ক বাড়ানো হয়নি। কারণ ২০২২ সালের জুলাই মাসেই ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২.৫ শতাংশ করা হয়েছিল। ভারত সোনার চাহিদার বেশিরভাগটাই আমদানি করে। রুপোর উপর মৌলিক শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। আমদানির উপর কৃষি পরিকাঠামো এবং উন্নয়ন সেস ২.৫ শতাংশ থেকে বাড়ানো হয়েছে ৫ শতাংশ।
advertisement
4/6
এই নিয়ে ক্রিসিল একটি প্রতিবেদনে বলেছে, ‘আমদানি শুল্ক বৃদ্ধির ফলে রুপো এবং রুপোর গয়নার দাম বাড়বে। চাহিদার উপর সরাসরি প্রভাব ফেলবে। শোধনাগারগুলির জন্যও এটা ক্ষতিকর’। মূল্যবান ধাতুর তৈরি পণ্যের আমদানি শুল্ক ২২ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এতে খরচ যে আরও বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
advertisement
5/6
বাজেটের পর একটি প্রতিবেদনে ক্রিসিল বলেছে, ‘ইমিটেশন জুয়েলারিতেও আমদানি শুল্ক বেড়েছে। এর ফলে পণ্যের দাম বাড়বে। চাহিদাকে প্রভাবিত করবে’। বেশিরভাগ জুয়েলারি স্টকের শেয়ারের দামও পড়তির দিকে। পিসি জুয়েলার্স -৫.০১ শতাংশ, উদয় জুয়েলারি ইন্ডাস্ট্রিজ -১.৬৪ শতাংশ, কল্যাণ জুয়েলার্স -১.০৭ শতাংশ, ত্রিভোবনদাস ভীমজি জাভেরি -০.৯৬ শতাংশ, টাইটান -০.২৩ শতাংশ।
advertisement
6/6
শিল্প সংস্থা জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (জিজেইপিসি) জানিয়েছে, তাদের তরফে সরকারের কাছে সোনা, রুপো এবং প্ল্যাটিনামে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়। কিন্তু বাজেটে তা বিবেচনা করা হয়নি। তবে সরকারের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে জিজেইপিসি। তাদের বক্তব্য, ‘কাউন্সিক শিল্পের সার্বিক বিকাশের জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবে’।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Jewellery Price: দাম বাড়ল সোনা-রুপোর গয়নার, আর কত বাড়তে পারে দাম ? জেনে নিন এখানে