TRENDING:

খুঁজে দেখুন তো আপনার কাছে এই '২৫ পয়সা' আছে কিনা? তাহলে আপনি পাবেন ১.৫ লক্ষ টাকা

Last Updated:
খুঁজে দেখুন তো আপনার কাছে এই রকম দেখতে '২৫ পয়সা'র কয়েন আছে কিনা? তাহলে আপনি পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকা! শুনতে অবাক লাগলেও এ কথা একেবারে সত্যি।
advertisement
1/6
খুঁজে দেখুন তো আপনার কাছে এই '২৫ পয়সা' আছে কিনা? তাহলে আপনি পাবেন ১.৫ লক্ষ টাকা
*খুঁজে দেখুন তো আপনার কাছে এই রমক দেখতে '২৫ পয়সা'র কয়েন আছে কিনা? তাহলে আপনি পেয়ে যাবেন ১.৫ লক্ষ টাকা! শুনতে অবাক লাগলেও এ কথা একেবারে সত্যি। সংগৃহীত ছবি। 
advertisement
2/6
*২৫ পয়সার কয়েন থাকলে, বেশ কিছু পদ্ধতি মেনে আপনি পেতে পারেন দেড় লক্ষ টাকা। তার জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়ামার্ট ডট কম (IndiaMART.com)-র প্ল্যাটফর্মে। সংগৃহীত ছবি। 
advertisement
3/6
*ইন্ডিয়ামার্ট-র একটি বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ২৫ পয়সার কয়েন থাকলে আপনি লক্ষাধিক টাকার মালিকহতে পারবেন। তার জন্য আপনাকে সেই কয়েনের ছবি তুলে ইন্ডিয়ামার্টের ওয়েবসাইটে আপলোড করতে হবে। ব্যাস... সংগৃহীত ছবি। 
advertisement
4/6
*শুধু ২৫ পয়সা নয়। ৫ এবং ১০ পয়সা থাকলেও আপনি লাখ লাখ টাকা রোজগার করতে পারবেন। আর সেই ৫ এবং ১০ পয়সার কয়েনে যদি মাতা বৈষ্ণোদেবীর ছবি খোদাই থাকে, তা হলে সেই কয়েনের মূল্য আরও অনেক বেশি। ২০২০২ সালে বাজারে আসা সেই কয়েনের চাহিদাও প্রচুর। সংগৃহীত ছবি। 
advertisement
5/6
*তবে ২৫ পয়সার যে কয়েনটি নিলামে উথবে, সেই কয়েনটির রঙ অবশ্যই  রুপোলি হতে হবে। ছবি আপলোডের পর নিলামে উঠলে ক্রেতারা দরদাম করবে। তখন যিনি সবথেকে অর্থ ব্যয় করতে রাজি হবেন, তিনি কয়েনটি কিনে নেবেন। সংগৃহীত ছবি। 
advertisement
6/6
*ইন্ডিয়ামার্টে এই মুহূর্তে ক্রেতার সংখ্যা ১০ কোটি এবং ৬০ লাখের বেশি সাপ্লাইয়ার রয়েছেন। তবে আপনি নিশ্চই ভাবছেন কেন এই সামান্য টাকার জন্য আপনাকে এতগুলো টাকা দেওয়া হবে! কারণ এই মুদ্রা এখন অ্যান্টিক। তাই বাজারে তা অমূল্য। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
খুঁজে দেখুন তো আপনার কাছে এই '২৫ পয়সা' আছে কিনা? তাহলে আপনি পাবেন ১.৫ লক্ষ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল