TRENDING:

LPG: মিসড কল দিলেই পেয়ে যাবেন নতুন কানেকশন, এক ফোনেই বাড়ি চলে আসবে সিলিন্ডার

Last Updated:
পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গ্রাহকদের জন্য মিসড কল দেওয়ার জন্য একটি নম্বর জারি করেছে ৷
advertisement
1/4
মিসড কল দিলেই পেয়ে যাবেন নতুন কানেকশন, এক ফোনেই বাড়ি চলে আসবে সিলিন্ডার
আজকের এই ডিজিটাল যুগে প্রায় সমস্ত কিছুই চলে এসেছে হাতের মুঠোয় ৷ অনলাইন শপিং থেকে অনলাইন ব্যাঙ্কিং সমস্ত কিছু এখন স্মার্টফোনে কয়েকটি ক্লিকের মাধ্যমে করতে পারবেন ৷ গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেও এই সুবিধা পেয়ে যাচ্ছেন গ্রাহকরা ৷ নতুন গ্যাস কানেকশন নেওয়ার হলে বা সিলিন্ডার বুকিং আপনি এবার কেবল একটি মিসড কলের মাধ্যমে করতে পারবেন ৷ সরকারি তেল সংস্থাগুলির তরফে এরকম একাধিক অপশন দেওয়া হচ্ছে গ্রাহকদের ৷ এই মিসড কল দিয়ে আপনি এই সুবিধা নিতে পারবেন ৷
advertisement
2/4
পেট্রোলিয়াম সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গ্রাহকদের জন্য মিসড কল দেওয়ার জন্য একটি নম্বর জারি করেছে ৷ Indane সংস্থার তরফে জানানো হয়েছে সিলিন্ডার বা গ্যাস কানেকশন আপনার বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ৷ এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হল এই সুবিধা পাওয়ার জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না ৷ কেবল একটি ফোন কল আর সিলিন্ডার আপনার বাড়ি পৌঁছে যাবে ৷ নিজের মোবাইল নম্বর থেকে 8454955555 ডায়েল করতে হবে এবং LPG কানেকশন আপনার বাড়ি পৌঁছে যাবে ৷
advertisement
3/4
দেখে নিন মিসড কল দেওয়ার পর আপনাকে কী করতে হবে ? 8454955555 নম্বরে মিসড কল দেওয়ার পর ইন্ডেনের তরফে একটি মেসেজ আসবে ৷ একটি লিঙ্ক আসবে তাতে ক্লিক করতেই আপনার সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চাওয়া হবে ৷ সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট করতে হবে ৷ এরপর আপনার এলাকার ডিস্ট্রিবিউটার আপনার সঙ্গে যোগাযোগ করবে ৷ প্রসেস হওয়ার পর গ্যাস সিলিন্ডারের সঙ্গে যুক্ত পরিষেবা আপনি বাড়িতে পেয়ে যাবেন ৷
advertisement
4/4
রিফিল করাতে পারবেন সিলিন্ডার- গ্রাহক তাদের সিলিন্ডার রিফিলও করাতে পারবেন ৷ নিজের রেজিস্টার্ড নম্বর থেকে 8454955555 নম্বরে কল করে রিফিল করতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG: মিসড কল দিলেই পেয়ে যাবেন নতুন কানেকশন, এক ফোনেই বাড়ি চলে আসবে সিলিন্ডার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল