advertisement
1/4

প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ছাড় দেওয়া হচ্ছে তার সময়সীমা ২০২০ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল ৷ অথার্ৎ EWS ও LIG ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিমের সুবিধা ২০২০ সাল পর্যন্ত মিলবে ৷
advertisement
2/4
PMAY স্কিম অনুযায়ী, বাড়ি বানানো বা কেনার ক্ষেত্রে হোম লোনের সুদের হারে সাবসিডি দেওয়া হয় ৷ হোম লোনের সুদের হারের উপর ২.৬০ লক্ষ টাকার সুবিধা দেওয়া হয়ে থাকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষদের ৷
advertisement
3/4
বছরে যাদের ৩ লক্ষ টাকার কম আয় তাদের EWS ক্যাটাগরিতে ধরা হয় ৷ বছরে ৬ লক্ষ টাকা আয় যাদের তাদের LIG ক্যাটাগরিতে ধরা হয় ৷ এই দুই ক্যাটাগরি PMAY স্কিম অনুযায়ী, ৬ লক্ষ টাকার লোনে ৬.৫ শতাংশ সুদে সাবসিডির সুবিধা পাবেন ৷
advertisement
4/4
২০২২ সালের মধ্যে যাতে সকলের বাড়ি থাকে এর জন্য CLSS শুরু করেছিলেন মোদি সরকার ৷ এর মাধ্যমে যাদের বার্ষিক আয় ৬ থেকে ১২ লক্ষ টাকা, তাদের ২০ বছরের জন্য ৯ লক্ষ টাকা লোনের সুদে ৪ শতাংশ সাবসিডি দেওয়া হবে ৷ হোম লোনের সুদ ৯ শতাংশ ৷ কিন্তু এই স্কিম আপনাকে মাত্র ৫ শতাংশ দিতে হবে ৷