LPG Gas Price: অনেকটাই দাম কমেছে গ্যাসের, কিন্তু এই ভাবে বুকিং করলে আরও সস্তায় পেতে পারেন LPG সিলিন্ডার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
অনলাইনে এই ভাবে বুকিং করুন গ্যাস সিলিন্ডার -
advertisement
1/8

সম্প্রতি আমজনতার জন্য বিরাট স্বস্তির বার্তা নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার মোদি সরকার এক ধাক্কায় রান্নার গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা কমানোর ঘোষণা করেছে ৷ এর জেরে দিল্লিতে ১৪.২ কিলোর একটি সিলিন্ডারের দাম ১১০৩ টাকা থেকে কমে ৯০৩ টাকা হয়েছে ৷
advertisement
2/8
অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে সে যেই কারণেই হোক মোদি সরকারের এই সিদ্ধান্তে অনেকটাই উপকৃত হবেন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মানুষ ৷
advertisement
3/8
অন্যদিকে, উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের ক্ষেত্রে ৪০০ টাকা ছাড় দেওয়া হয়েছে ৷ বর্তমানে এই যোজনায় ১০.৩৫ কোটি মানুষ রয়েছেন। তাঁরা সরাসরি এই ৪০০ টাকার ছাড় পাবেন।
advertisement
4/8
তবে এর সঙ্গে রয়েছে আরও একটি সুখবর ৷ আপনি জানেন কি যে অনলাইনে নির্দিষ্ট কিছু পদক্ষেপ মেনে গ্যাস বুকিং করলে আরও বাড়তি ছাড় পাওয়া যেতে পারে ৷
advertisement
5/8
অনলাইনে এই ভাবে বুকিং করুন গ্যাস সিলিন্ডার - আপনার কাছে ভারত গ্যাসের কানেকশন থাকলে তাদের ওয়েবসাইটে গিয়ে গ্যাস সিলিন্ডারের জন্য এই ভাবে বুকিং করুন ৷
advertisement
6/8
- ভারত গ্যাসের ওয়েবসাইটে 'Quick Book & Pay' সিলেক্ট করুন - এলপিজি আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করুন - গ্যাস সিলিন্ডার বুকিং করার জন্য পরের পেজে দেওয়া স্টেপস ফলো করতে হবে
advertisement
7/8
Paytm এর মাধ্যমে অনলাইনে গ্যাস বুকিং করতে পারবেন ৷ অ্যাপে কোনও ক্যাশব্যাকের সুবিধা থাকলে আপনাকে অনেকটাই কম দিতে হবে গ্যাসের দাম৷ সে ক্ষেত্রে কীভাবে বুকিং করবেন জেনে নিন ৷
advertisement
8/8
- পেটিএম অ্যাপ্লিকেশনে লগইন করুন - রিচার্জ ও বিল পেমেন্টে যেতে হবে - বুক গ্যাস সিলিন্ডারে ক্লিক করতে হবে - গ্যাস সিলিন্ডার বুকিং করুন ও গ্যাস প্রোভাইডার সিলেক্ট করুন - এরপর এলপিডি আইডি বা মোবাইল নম্বর দিতে হবে - মোবাইল স্ক্রিনে বুকিংয়ের টাকার অ্যামাউন্ট দেখাবে - ‘পে’-তে ক্লিক করে ফাস্ট ফরওয়ার্ড সিলেক্ট করতে হবে - ফাস্ট ফরওয়ার্ড ক্লিক করলে পেটিএম থেকে সরাসরি টাকা কেটে নেওয়া হবে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Price: অনেকটাই দাম কমেছে গ্যাসের, কিন্তু এই ভাবে বুকিং করলে আরও সস্তায় পেতে পারেন LPG সিলিন্ডার