মাত্র ১৮০০ টাকায় AC ! দেরি করলেই এই সুযোগ হয়ে যেতে পারে হাতছাড়া!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এই সময়, যখন এসি-র চাহিদা তুঙ্গে, কেউ যদি কম বাজেটে ভাল এসি কেনার কথা ভেবে থাকেন তবে এই দারুন অফার কাজে লাগতে পারে।
advertisement
1/8

সারা দেশ জুড়ে শুরু হয়েছে প্রবল গ্রীষ্মের দাপট। এই গরমে বেড়েছে কুলার, ফ্যান ও এসির চাহিদা। এই সময়, যখন এসি-র চাহিদা তুঙ্গে, কেউ যদি কম বাজেটে ভাল এসি কেনার কথা ভেবে থাকেন তবে এই দারুন অফার কাজে লাগতে পারে।
advertisement
2/8
এসি-র প্রসঙ্গ উঠলেই উঠে আসে Voltas-এর নাম। দীর্ঘদিন ধরেই ভারতীয় জনগণের পছন্দ Voltas এসি। অনেকেই অন্য কোনও ব্র্যান্ডের বদলে Voltas বেছে নেওয়ারই পক্ষপাতী। টাটা গ্রুপের এই বিশ্বস্ত ব্র্যান্ড শক্তিশালী ফিচার এবং গুণমানের জন্য পরিচিত।
advertisement
3/8
Amazon সেল-এ Voltas AC-তে বিশাল ছাড় পাওয়া যাচ্ছে। সুতরাং, কেউ যদি এই সময় এসি কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই বিশেষ সেল থেকে লাভ করার সম্ভাবনাও প্রচুর।
advertisement
4/8
Voltas-এর ১.৫ টন ফাইভ-স্টার, ইনভার্টার এসি পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়ে। ফলে তার দাম দাঁড়াবে ৪১,৯৯০ টাকা। এই এসি যে কোনও ভারতীয় ঘরের জন্য একেবারে নিখুঁত। খুব সহজেই Amazon থেকে এই এসি কিনে ফেলা যাবে। যদি কেউ ক্রেডিট কার্ডে এসি কিনতে চান, তাহলে তিনি ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পেতে পারেন। তাছাড়া এই পণ্যটিতে দেওয়া হচ্ছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
advertisement
5/8
Voltas ২ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম ৭৯,৯৯০ টাকা। কিন্তু বিশেষ ছাড়ে এই এসি এই সময় পাওয়া যেতে পারে ৪৯ শতাংশ কম দামে। অর্থাৎ, মাত্র ৪৫,৩৮০ টাকায় পাওয়া যাবে এই এসি।
advertisement
6/8
Voltas ১.৫ টন থ্রি-স্টার ইনভার্টার এসির দাম ৫৫,৯৯৯ টাকা। এই এসি-টি Amazon-এ পাওয়া যাবে ৩৬ শতাংশ ছাড়ে।
advertisement
7/8
এছাড়া রয়েছে Voltas-এর ১.৪ টনের ফাইভ-স্টার ইনভার্টার অ্যাডজাস্টেবল স্প্লিট এসি। এমনিতে এর দাম ৩৮,৪৯৯ টাকা। Amazon-এর বিশেষ সেল-এ এটি পাওয়া যাবে ৪৪ শতাংশ ছাড়ে। এছাড়াও, ক্রেডিট কার্ডে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং নো কস্ট ইএমআই-এর সুবিধাও পাওয়া যেতে পারে।
advertisement
8/8
তাই, এই গরমে যদি এসি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আর দেরি করা ঠিক হবে না।