LPG Gas Cylinder: মাত্র ৯ টাকায় পেয়ে যাবেন গ্যাস, LPG সিলিন্ডার বুকিংয়ের উপরে মিলছে ৮০০ টাকা ছাড়
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
LPG Gas Cylinder: দেখে নিন কীভাবে পেতে পারেন এই সুবিধা
advertisement
1/4

লাগাতার দাম বেড়েই চলেছে গ্যাস সিলিন্ডারের (LPG Gas Cylinder)৷ তবে পেটিএম থেকে মাত্র ৯ টাকায় গ্যাস সিলিন্ডার বুকিং করার রয়েছে সুবর্ণ সুযোগ ৷ গ্রাহকরা ৩১ মে পর্যন্ত এই অফারের সুবিধা পাবেন ৷ পেটিএম এই অফারের নাম ‘ফার্স্ট টাইম’ দেওয়া হয়েছে ৷ দেখে নিন কীভাবে মিলবে এই সুবিধা ৷
advertisement
2/4
এই অফারের সুবিধা কেবল সেই গ্রাহকরা পাবেন যারা প্রথমবার পেটিএমের মাধ্যমে গ্যাস বুকিং করবেন ৷ গ্যাস বুকিংয়ের পেমেন্ট পেটিএমের মাধ্যমে করলে ৮০০ টাকার স্ক্র্যাচ কার্ড মিলবে ৷ এখানে ১০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে ৷
advertisement
3/4
দেখে নিন কীভাবে পেতে পারেন এই সুবিধা -- প্রথমে ফোনে Paytm App ডাউনলোড করতে হবে --এরপর পেটিএমে গিয়ে Show more-এ ক্লিক করতে হবে --এবার 'recharge and pay bills' এ ক্লিক করতে হবে --এবার 'book a cylinder' অপশন খুলে যাবে --ভারত গ্যাস, এইচপি গ্যাস ও ইন্ডেনের মধ্যে নিজের গ্যাস প্রোভাইডার সিলেক্ট করুন -- রেজিস্টার্ড মোবাইল নম্বর বা এলপিজি আইডি দিতে হবে --এরপর পেমেন্ট অপশন দেখাবে -- পেমেন্ট করার আগে অফারে গিয়ে 'FIRSTLPG' প্রোমো কোড দিতে হবে
advertisement
4/4
ক্যাশব্যাকের এই অফার গ্রাহকরা পেয়ে যাবেন ৩১ মে পর্যন্ত ৷ বুকিং করার ২৪ ঘণ্টার মধ্যে পেয়ে যাবেন ক্যাশব্যাকের স্ক্র্যাচ কার্ড ৷ ৭দিনের মধ্যে স্ক্র্যাচ কার্ড ব্যবহার করতে হবে গ্রাহকদের ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cylinder: মাত্র ৯ টাকায় পেয়ে যাবেন গ্যাস, LPG সিলিন্ডার বুকিংয়ের উপরে মিলছে ৮০০ টাকা ছাড়