PPF থেকে সহজেই পেতে পারেন ৮০ লাখ টাকা ! শুধু জানতে হবে এই ‘ম্যাজিক’ ফর্মুলা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PPF investment Strategy: PPF ভারতের অন্যতম নিরাপদ বিনিয়োগ মাধ্যম। সঠিক দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ১৫+৫+৫ ফর্মুলা অনুসরণ করলে বাজার ঝুঁকি ছাড়াই তৈরি করা সম্ভব প্রায় ৮০ লাখ টাকার কর্পাস।
advertisement
1/6

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই ভারতীয় বিনিয়োগকারীদের প্রথম পছন্দগুলির মধ্যে থাকে PPF বা Public Provident Fund। দীর্ঘমেয়াদি সঞ্চয়, নিশ্চিত রিটার্ন এবং কর ছাড়—এই তিনের মেলবন্ধনই PPF-কে এত জনপ্রিয় করেছে। ঠিকভাবে পরিকল্পনা করলে PPF-এ বিনিয়োগ করেই অবসর জীবনে তৈরি করা সম্ভব মোটা অঙ্কের ফান্ড এবং নিয়মিত পেনশনের ব্যবস্থা।
advertisement
2/6
কী এই ১৫+৫+৫ PPF ফর্মুলা?PPF অ্যাকাউন্টের মূল মেয়াদ ১৫ বছর। তবে মেয়াদ শেষে একটানা ৫ বছর করে দু’বার এক্সটেনশন নেওয়ার সুযোগ থাকে। অর্থাৎ মোট বিনিয়োগের সময় দাঁড়ায়—২৫ বছর ৷ এই দীর্ঘ সময় ধরে নিয়মিত বিনিয়োগ করলেই তৈরি হয় বড় কর্পাস।
advertisement
3/6
প্রতি বছর কত টাকা বিনিয়োগ করতে হবে?PPF-এ এক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। যদি কেউ টানা ২৫ বছর ধরে প্রতি বছর সর্বোচ্চ সীমা অনুযায়ী টাকা জমা করেন, তাহলে দীর্ঘমেয়াদে তার ফল হয় চোখে পড়ার মতো।বর্তমানে PPF-এর সুদের হার ধরা যাক ৭.১% (কম্পাউন্ডিং ভিত্তিতে)।
advertisement
4/6
২৫ বছরে কত টাকা জমবে?মোট বিনিয়োগ:১.৫ লক্ষ × ২৫ বছর = ৩৭.৫ লক্ষ টাকাম্যাচিউরিটি ভ্যালু (আনুমানিক):৭৫–৮০ লক্ষ টাকা
advertisement
5/6
অর্থাৎ বিনিয়োগের অঙ্কের প্রায় দ্বিগুণেরও বেশি টাকা ফেরত পাওয়া সম্ভব, তাও পুরোপুরি ঝুঁকিমুক্তভাবে।
advertisement
6/6
৮০ লাখ টাকা থেকে মাসিক ৪৮ হাজার পেনশন কীভাবে?PPF ম্যাচিউরিটির পর পাওয়া প্রায় ৮০ লক্ষ টাকা যদি কোনও নিরাপদ পেনশন স্কিম বা অ্যানুইটি প্ল্যানে বিনিয়োগ করা হয়, যেখানে গড় রিটার্ন ধরা হয় ৬–৭% বার্ষিক, তাহলে—বার্ষিক আয়: প্রায় ৫.৭–৬ লক্ষ টাকামাসিক আয়: প্রায় ৪৫,০০০–৪৮,০০০ টাকাএইভাবেই PPF-এর মাধ্যমে অবসর জীবনে নিয়মিত মাসিক আয়ের ব্যবস্থা করা সম্ভব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PPF থেকে সহজেই পেতে পারেন ৮০ লাখ টাকা ! শুধু জানতে হবে এই ‘ম্যাজিক’ ফর্মুলা