TRENDING:

১০০ টাকা সস্তায় মিলছে গ্যাস সিলিন্ডার!

Last Updated:
৩১ মার্চ পর্যন্ত কেবলএকটি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এই সুযোগ পাবেন ৷
advertisement
1/4
১০০ টাকা সস্তায় মিলছে গ্যাস সিলিন্ডার!
গত কয়েক মাসে পেট্রোল ও ডিজেলের পাশাপাশি রান্নার গ্যাসের দাম অনেকটাই বেড়ে গিয়েছে ৷ গত ২ মাসে রান্নার গ্যাসের দাম ১২৫ টাকা প্রতি সিলিন্ডারে বেড়েছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই পকেটে টান পড়েছে সাধারণ মানুষের ৷ এরকম পরিস্থিতিতে সকলের কথা মাথায় রেখে একটি ডিজিটাল পেমেন্ট সংস্থা গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা পর্যন্ত কম করার উদ্দেশ্যে নতুন স্কিম নিয়ে এসেছে ৷ দিল্লির বাসিন্দারা ৮১৯ টাকা সিলিন্ডারে এবার ১০০ টাকা কমে পেতে পারবেন ৷ এর জন্য সিলিন্ডার কেনার পেমেন্ট পেটিএম এর মাধ্যমে করতে হবে ৷
advertisement
2/4
প্রথমবার পেটিএমের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুকিং করলে পেয়ে যাবেন ১০০ টাকা ক্যাশব্যাক ৷ পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতেই পেয়ে যাবেন একটি স্ক্র্যাচ কার্ড ৷ কার্ডটি স্ক্র্যাচ করতেই জেনে যাবেন কত টাকা ক্যাশব্যাক পেয়েছেন ৷ ১০০ টাকায় ক্যাশব্যাক পাবেন এরকম নয়, এর থেকে কম টাকাও পেতে পারেন ৷ অফারটি ৩১ মার্চ ২০২১ পর্যন্ত বৈধ ৷
advertisement
3/4
পেটিএমের তরফে ক্যাশব্যাকের ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ৷ এই অফারের সুবিধা কেবল তাঁরা পাবেন যাঁরা প্রথমবার সিলিন্ডার বুকিংয়ের পেমেন্ট করবেন এই অ্যাপের মাধ্যমে ৷ আপনি আগে পেটিএমের মাধ্যমে বুকিং করে থাকলে এই সুবিধা পাবেন না ৷ ৩১ মার্চ পর্যন্ত কেবলএকটি সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে এই সুযোগ পাবেন ৷ স্ক্র্যাচ কার্ড ৭ দিনের মধ্যে স্ক্র্যাচ করতে হবে না হলে ভ্যালিডিটি শেষ হয়ে যাবে ৷ স্ক্র্যাচ করার পর যে টাকা দেখাবে সেটা ২৪ ঘণ্টার মধ্যে আপনার পেটিএম ওয়ালেটে যোগ করে দেওয়া হবে ৷
advertisement
4/4
ইন্ডিয়ান অয়েলের তরফে একটি ট্যুইটে বলা হয়েছে অ্যামাজনের মাধ্যমে সিলিন্ডার বুকিং করলে মিলবে ৫০ টাকার ক্যাশব্যাক ৷ এর জন্য অ্যামাজন পে-এর মাধ্যমে সিলিন্ডার বুকিং করতে হবে ৷ এরপর ক্যাশব্যাক আপনার ওয়ালেটে চলে আসবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০০ টাকা সস্তায় মিলছে গ্যাস সিলিন্ডার!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল