General Knowledge: বাংলাদেশের '১০০ টাকা' ভারতে এখন 'কত' বলুন তো...? শুনলেই চমকাবেন, শিওর!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: শুরু হয়েছে তীব্র মন্দা। রাজনৈতিক ও কূটনৈতিক সঙ্কটের মধ্যেই আরেকটি আঘাতের সম্মুখীন হয়েছে—বাংলাদেশ। হুড়মুড়িয়ে পড়ছে বাংলাদেশি টাকার মূল্য। জানেন ভারতে কোথায় নামল বাংলাদেশের টাকার মূল্য?
advertisement
1/8

রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশ এই মুহূর্তে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। যার জেরে সামাজিক ও প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে নানা পরিবর্তনের পাশাপাশি বড় ধাক্কা লেগেছে এই দেশের অর্থনীতিতে।
advertisement
2/8
শুরু হয়েছে তীব্র মন্দা। রাজনৈতিক ও কূটনৈতিক সঙ্কটের মধ্যেই আরেকটি আঘাতের সম্মুখীন হয়েছে—বাংলাদেশ। হুড়মুড়িয়ে পড়ছে বাংলাদেশি টাকার মূল্য। জানেন ভারতে কোথায় নামল বাংলাদেশের টাকার মূল্য?
advertisement
3/8
ভারতীয় রুপির বিপরীতে বাংলাদেশী টাকার তীব্র অবমূল্যায়ন চলছে। বাংলাদেশি মুদ্রার মান ক্রমাগত ভয়ঙ্কর ভাবে ওঠানামা করছে। প্রতিদিনই প্রায় বদলাচ্ছে বাংলাদেশের নিজস্ব মুদ্রা টাকার মূল্য।
advertisement
4/8
মিডিয়া রিপোর্ট বলছে, বাংলাদেশী টাকা এবং ভারতীয় রুপির মধ্যে বিনিময় হারেও এসেছে বড় পরিবর্তন। গত সপ্তাহে টানা কয়েক দিন পর্যবেক্ষণে দেখা গিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তির ফলে দু'দেশের মুদ্রার বিনিময় হার পাল্টাচ্ছে দ্রুত।
advertisement
5/8
আর তা বাংলাদেশী টাকার অবমূল্যায়ন প্রবণতাকেই আরও স্পষ্ট করছে। বাংলাদেশী টাকার এই আকস্মিক ও ধারাবাহিক পতন, মুদ্রা বিনিময়কারীদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। প্রভাব ফেলছে বাংলাদেশী ট্যুরিস্টদের বাজেটকেও। বিশেষ করে তাঁদের, যাঁরা চিকিৎসার কারণে ভারতে এসে থাকছেন।
advertisement
6/8
মিডিয়া প্রতিবেদনে পাওয়া সূত্রের মতে আগের তুলনায় ১,০০০ থেকে ২,০০০ টাকা প্রায় কম পাওয়া যাচ্ছে বিনিময় মূল্য। বাংলাদেশের বর্তমান অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতি যে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সে কথা বলাই বাহুল্য এবং তাতে টাকার আরও বেশি দরপতনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
advertisement
7/8
INR এবং বাংলাদেশী টাকার বর্তমান বিনিময় হার :বর্তমানে ১০০ ভারতীয় রুপির অফিসিয়াল বিনিময় হার বাংলাদেশে ১৩৯ টাকা ৩৩ পয়সার সমতুল্য। অন্যদিকে প্রতি মার্কিন ডলার এখন দাঁড়িয়েছে ১১৯.২৭ বাংলাদেশি টাকা।
advertisement
8/8
বাংলাদেশ এখন ভারতের চেয়ে পাকিস্তানকে প্রাধান্য দিচ্ছে :ভারতীয় বাজারের ক্রমবর্ধমান দাম ইতিমধ্যেই বাংলাদেশকে বিকল্প সরবরাহকারী খুঁজতে বাধ্য করেছে বলে জানা যাচ্ছে। সর্বভারতীয় দৈনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান থেকে চিনি আমদানির পর বাংলাদেশ এবার আলু ও পেঁয়াজ সংগ্রহেরও বিকল্প অনুসন্ধান করছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
General Knowledge: বাংলাদেশের '১০০ টাকা' ভারতে এখন 'কত' বলুন তো...? শুনলেই চমকাবেন, শিওর!