TRENDING:

Rules Changing: LPG সিলিন্ডার থেকে Credit Card, ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে ‘এই’ ৫ নিয়ম, না জানলে পস্তাতে হবে

Last Updated:
Rules Changing: বদলাতে চলেছে একাধিক বড় নিয়ম । এর সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে।
advertisement
1/5
LPG সিলিন্ডার থেকে Credit Card, ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে ‘এই’ ৫ নিয়ম
১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে বেশ কিছু নিয়ম। এর সরাসরি প্রভাব পড়বে মধ্যবিত্তের পকেটে। এর মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন, সংশোধিত গুগল ম্যাপ চার্জ এবং এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ইউজারদের নয়া নিয়ম অন্যতম।
advertisement
2/5
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম: প্রতি মাসেই এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করে সরকার। গত মাসে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। অগাস্টেও সেই ধারা বজায় থাকবে বলে অনুমান করা হচ্ছে। পাশপাশি ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দামও কমতে পারে।
advertisement
3/5
গুগল ম্যাপে পরিষেবা চার্জ: ভারতে গুগল ম্যাপ ব্যবহারের নিয়মে বড়সড় পরিবর্তন নিয়ে আসছে সংস্থা। ইউজার টানতে পরিষেবা চার্জ ৭০ শতাংশ পর্যন্ত কমামোর ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, বিল এবার থেকে ডলারের বদলে রুপিতে হবে। নিয়মিত ইউজারদের কোনও নতুন চার্জ দিতে হবে না। তাই দৈনন্দিন ব্যবহারে কোনও প্রভাব পড়বে না বলেই অনুমান করা হচ্ছে।
advertisement
4/5
এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নিয়ম বদল: অগাস্ট মাস থেকে ক্রেডিট কার্ডের নিয়ম বদল করছে এইচডিএফসি ব্যাঙ্ক। যে গ্রাহকরা CRED, Cheq, MobiKwik, Freecharge-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিল শোধ করেন তাঁদের এখন থেকে ১ শতাংশ লেনদেন ফি দিতে হবে। প্রতি লেনদেনে ৩ হাজার টাকা ক্যাপ রাখা হয়েছে। ১৫ হাজার টাকার নীচে জ্বালানি কেনায় আগের মতো কোনও চার্জ দিতে হবে না। তবে এই সীমার উপরে লেনদেন করলে ১ শতাংশ হারে চার্জ দিতে হবে। এর সঙ্গে ৩ হাজার টাকার ক্যাপ তো থাকছেই।
advertisement
5/5
ইউটিলিটি পেমেন্ট: ১ অগাস্ট থেকে ৫০ হাজার টাকার উপর ইউটিলিটি পেমেন্ট ১ শতাংশ হারে চার্জ কাটবে এইচডিএফসি ব্যাঙ্ক। সর্বোচ্চ চার্জ ৩ হাজার টাকা। তবে বিমা বা স্কুল, কলেজের টাকা মেটানোর ক্ষেত্রে এই চার্জ লাগু হবে না। বিলম্বিত অর্থপ্রদান এবং সহজ ইএমআই চার্জের জন্যও ফি বৃদ্ধি করতে চলেছে এইচডিএফসি ব্যাঙ্ক। গ্রাহকদের যথাযথ পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rules Changing: LPG সিলিন্ডার থেকে Credit Card, ১ অগাস্ট থেকে বদলে যাচ্ছে ‘এই’ ৫ নিয়ম, না জানলে পস্তাতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল