TRENDING:

সেপ্টেম্বর থেকে আধার কার্ড-সহ এই ৫ নিয়ম বদলে যাচ্ছে, আপনাকে এগুলো জানতেই হবে!

Last Updated:
Financial rule changes from September 1 : দেখে নেওয়া যাক সেপ্টেম্বর থেকে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে।
advertisement
1/7
সেপ্টেম্বর থেকে আধার কার্ড-সহ এই ৫ নিয়ম বদলে যাচ্ছে, আপনাকে এগুলো জানতেই হবে!
বৃহস্পতিবার অগাস্টের শেষ দিন। পরশু থেকে শুরু হবে সেপ্টেম্বর মাস। এই মাস থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন হতে চলেছে। ২ হাজার টাকার নোট আর ব্যবহার করা যাবে না।
advertisement
2/7
আধার আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটও রয়েছে। এর সঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যাগনাস ক্রেডিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সতর্কবার্তা। দেখে নেওয়া যাক সেপ্টেম্বর থেকে কোন কোন নিয়ম বদলে যাচ্ছে।
advertisement
3/7
অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যাগনাস ক্রেডিট কার্ডে বার্ষিক ফি: ১ সেপ্টেম্বর থেকে অ্যাক্সিস ব্যাঙ্ক ম্যাগনাস ক্রেডিট কার্ডের জন্য ১২,৫০০ টাকা বার্ষিক ফি ধার্য করছে। এতদিন এই কার্ডের মাধ্যমে বছরে ২৫ লাখ টাকা খরচ করলে কোনও ফি দিতে হত না। এবার সেই নিয়ম বদলে যাচ্ছে। প্রত্যেককেই বার্ষিক ফি দিতে হবে।
advertisement
4/7
২ হাজার টাকার নোট: ২ হাজার টাকার নোট বদল এবং জমা দেওয়ার জন্য চার মাস সময় দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। ৩০ সেপ্টেম্বর সময়সীমা শেষ হবে। এরপর থেকে আর ২ হাজার টাকার নোট ব্যবহার করা যাবে না। তাই ২ হাজার টাকার নোট থাকলে যত দ্রুত সম্ভব বদলে ফেলাই ভাল। প্রসঙ্গত, মে মাসে ২ হাজার টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।
advertisement
5/7
অমৃত মহোৎসব এফডি (আইডিবিআই): বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে আইডিবিআই ব্যাঙ্ক। নাম ‘অমৃত মহোৎসব এফডি স্কিম’। এর মেয়াদ ৩৭৫ দিন। সাধারণ গ্রাহকদের ৭.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ৭.৬০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আর ৪৪৪ দিনের এফডি-তে সাধারণ নাগরিকরা ৭.১৫ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৭.৬৫ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই স্কিমটিও ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে।
advertisement
6/7
এসবিআই উই কেয়ার স্কিম ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে: প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে এসবিআই। এই স্কিমে ৫ বছর বা তার বেশি সময়ের এফডি-তে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এই স্কিমের মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর।
advertisement
7/7
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা: বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর। এরপর আপডেটের করাতে চাইলে ৫০ টাকা দিতে হবে। প্যান-আধার লিঙ্ক নিয়েও বড় আপডেট রয়েছে। সেপ্টেম্বরের মধ্যে লিঙ্ক না করালে অক্টোবর থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সেপ্টেম্বর থেকে আধার কার্ড-সহ এই ৫ নিয়ম বদলে যাচ্ছে, আপনাকে এগুলো জানতেই হবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল