TRENDING:

Free LPG cylinders: দীপাবলির বড় উপহার ! উত্তরপ্রদেশে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে কোটি কোটি মহিলাদের

Last Updated:
Free LPG Cylinder: দীপাবলির আগে বড় ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার — প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার আওতায় ১.৮৬ কোটি মহিলা বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার। উৎসবের আগে এই সিদ্ধান্তে স্বস্তির হাওয়া ।
advertisement
1/6
দীপাবলির বড় উপহার ! উত্তরপ্রদেশে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে কোটি কোটি মহিলাদের
দীপাবলি উপলক্ষ্যে কোটি কোটি মহিলারা পেতে চলেছেন বড় উপহার । উত্তরপ্রদেশে মহিলাদেরকে ফেস্টিভ সিজনে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়া হবে, এবং এর সূচনা বুধবার থেকে হবে।উত্তরপ্রদেশ সরকার মঙ্গলবার ঘোষণা করেছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) আওতায় রাজ্যের ১.৮৬ কোটি মহিলাকে দু’টি বিনামূল্যে এলপিজি রিফিল (গ্যাস সিলিন্ডার) দেওয়া হবে। এই বিতরণ বুধবার লোক ভবনে শুরু হবে, যা উৎসবের আগে কোটি কোটি পরিবারকে স্বস্তি দেবে।
advertisement
2/6
মে ২০১৬ সালে শুরু করা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) লক্ষ্য হল গ্রামীণ ও গরিব পরিবারকে এলপিজি (LPG) সংযোগ প্রদান করা, যাতে কাঠ, কয়লা বা মতো প্রচলিত জ্বালানির পরিবর্তে পরিষ্কার, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত জ্বালানি ব্যবহার করা যায়।
advertisement
3/6
এই ব্যবস্থার ফলে রান্নাঘরে মহিলাদের স্বাস্থ্য ও নিরাপত্তা উন্নত হয়েছে। উত্তরপ্রদেশ এই যোজনার বাস্তবায়নে দেশের অগ্রণী রাজ্যগুলোর মধ্যে একটি, যেখানে এখন পর্যন্ত ১.৮৬ কোটি পরিবারকে এলপিজি সংযোগ প্রদান করা হয়েছে।
advertisement
4/6
নতুন যোজনার আওতায় প্রতি বছর দুই ধাপে দুইটি বিনামূল্যে এলপিজি রিফিল দেওয়া হবে। যোজনার প্রথম ধাপ হবে অক্টোবর–ডিসেম্বর ২০২৫ এবং দ্বিতীয় ধাপ হবে জানুয়ারি–মার্চ ২০২৬।
advertisement
5/6
এই প্রকল্পের জন্য উত্তরপ্রদেশ রাজ্য সরকার ১,৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে।প্রথম ধাপে ১.২৩ কোটি আধার-ভিত্তিক সুবিধাভোগীকে গ্যাস রিফিল দেওয়া হবে। বিতরণ হবে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের মাধ্যমে। সিলিন্ডার বিতরণের প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার ৩৪৬.৩৪ কোটি টাকা অগ্রিম অর্থ সরবরাহ করেছে।
advertisement
6/6
সুবিধাভোগীদের জন্য প্রক্রিয়াসুবিধাভোগীরা বর্তমান দামে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার ক্রয় করবেন, এবং ৩–৪ দিনের মধ্যে সাবসিডি তাদের আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। যেসব পরিবারের কাছে ৫ কেজি সিলিন্ডার আছে বা যাদের কাছে শুধু একটি সংযোগ আছে, তাঁরাও এই যোজনার জন্য যোগ্য।আধার যাচাই অভিযান চলছে যাতে সকল সুবিধাভোগীকে এই যোজনার আওতায় আনা যায়। এজন্য SMS সতর্কতা, Authentication অ্যাপ, বিতরণ কেন্দ্রগুলিতে অতিরিক্ত ল্যাপটপ, এবং ব্যানার ও ক্যাম্পের মাধ্যমে জনসচেতনতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Free LPG cylinders: দীপাবলির বড় উপহার ! উত্তরপ্রদেশে বিনামূল্যে সিলিন্ডার দেওয়া হবে কোটি কোটি মহিলাদের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল