Free Electricity: আর মোটা টাকার ইলেকট্রিক বিল নয়, প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, কীভাবে ‘পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা’র আবেদন করবেন?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আর মোটা টাকার বিদ্যুৎ বিল নয়। প্রতিমাসে একেবারেই বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ! কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পর সুবিধা কীভাবে পাবেন?
advertisement
1/5

আর মোটা টাকার বিদ্যুৎ বিল নয়। প্রতিমাসে একেবারেই বিনামূল্যে মিলবে ৩০০ ইউনিট বিদ্যুৎ! কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পর সুবিধা কীভাবে পাবেন?
advertisement
2/5
দেশের এক কোটি বাড়িতে প্রতি মাসে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। বিনামূল্যে বিদ্যুতের এই প্রকল্পর নাম ‘পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা’। গতবছর ফেব্রুয়ারি মাসেই এই প্রকল্প কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। কীভাবে আপনি এই প্রকল্পর আবেদন করবেন?
advertisement
3/5
নতুন প্রকল্পের নিয়ম অনুযায়ী বাড়ির ছাদে সৌর প্যানেল লাগানোর জন্য কেন্দ্রের তরফে ভর্তুকি হিসাবে কিছু অর্থ দেওয়া হবে দেশের এক কোটি ইচ্ছুক পরিবারকে।
advertisement
4/5
যাঁরা প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের সুবিধা নিতে চাইবেন, তাঁদের আবেদন করতে হবে পোর্টাল https://pmsuryaghar.gov.in/ -এ।
advertisement
5/5
পাশাপাশি, এই পোর্টাল থেকে সৌর প্যানেল বিক্রেতাদেরও পছন্দ করতে পারবেন। সৌর প্যানেল বাড়ির ছাদে লাগানোর যে খরচ, সেই খরচ বাবদ কম সুদের ঋণও নিতে পারবেন তাঁরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Free Electricity: আর মোটা টাকার ইলেকট্রিক বিল নয়, প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ, কীভাবে ‘পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা’র আবেদন করবেন?