Aadhaar Card: আধার কার্ড আপনার কতদিনের পুরনো? এই কাজটা করে ফেলুন এবার, আর মাত্র কয়েকমাস সময় আছে হাতে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Aadhaar card Update- যাঁরা অনেক আগে আধার কার্ড তৈরি করেছিলেন, তাঁদের ক্ষেত্রে কিছু তথ্য অনেক সময় ভুল বা ব্যাকডেটেড হয়ে যেতে পারে। তাই UIDAI বিভিন্ন সময়ে নাগরিকদের আধার আপডেট করার নির্দেশ দিয়ে থাকে।
advertisement
1/6

আধার কার্ড দেশের প্রতিটি নাগরিকের জন্য একটি জরুরি নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে বা সরকারি- বেসরকারি যে কোনও কাজ, আধার নম্বর অপরিহার্য হয়ে উঠেছে। তবে যাঁরা অনেক আগে আধার কার্ড তৈরি করেছিলেন, তাঁদের ক্ষেত্রে কিছু তথ্য অনেক সময় ভুল বা ব্যাকডেটেড হয়ে যেতে পারে। তাই UIDAI বিভিন্ন সময়ে নাগরিকদের আধার আপডেট করার নির্দেশ দিয়ে থাকে।
advertisement
2/6
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, ১৪ জুন ২০২৬ পর্যন্ত যে কেউ আধার কার্ড বিনামূল্যে আপডেট করতে পারবেন। মাইআধার (MyAadhaar) পোর্টাল থেকে ঘরে বসেই পরিচয়পত্র এবং ঠিকানার প্রমাণপত্র আপলোড করে আধার আপডেট করা যাবে।
advertisement
3/6
এই সময়ের মধ্যে আধার কার্ড অনলাইন আপডেট করলে কোনও চার্জ দিতে হবে না। তবে আধার সেবা কেন্দ্রে গিয়ে আপডেট করলে ৫০ টাকা ফি দিতে হবে।
advertisement
4/6
বায়োমেট্রিক (ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যান) আপডেট করতে হলে ১০০ টাকা চার্জ দিতে হবে। নাম, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনও তথ্য ভুল থাকলে এই সময়ের মধ্যে অনলাইনে আপডেট করে নিতে পারেন বিনা খরচে। বিশেষ করে ১০ বছরের পুরনো আধার কার্ড হলে অবশ্যই আপডেট করা উচিত।
advertisement
5/6
৫ থেকে ১৫ বছর বয়সের মধ্যে শিশুদের আধার আপডেট করা বাধ্যতামূলক। এখন প্রশ্ন হল, কীভাবে অনলাইনে করবেন আধার কার্ড আপডেট! দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ।
advertisement
6/6
প্রথমে যেতে হবে myaadhaar.uidai.gov.in-এ। ক্লিক করুন 'Document Update' অপশনে। এর পর রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন। ওটিপি (OTP) দিয়ে লগইন করতে হবে। এবার আপনার বর্তমান আধার ডেটা দেখতে পাবেন। এবার যা আপডেট করতে চান, সেই অনুযায়ী আইডেন্টিটি বা অ্যাড্রেস প্রুফ বেছে নিন। এবার স্ক্যান করা কপি আপলোড করুন। সাবমিট করার পর একটি URN (Update Request Number) পাবেন। সেই নম্বর দিয়ে আপনার আপডেট স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Aadhaar Card: আধার কার্ড আপনার কতদিনের পুরনো? এই কাজটা করে ফেলুন এবার, আর মাত্র কয়েকমাস সময় আছে হাতে