PM Kisan: ১৪ তম কিস্তির আগে বিরাট বদল যোজনায়, কোটি কোটি কৃষকদের পকেটে পড়তে চলেছে প্রভাব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে ১৪ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কৃষকরা ৷ তার মধ্যেই কেন্দ্র সরকার এই যোজনা সংক্রান্ত বেশ কয়েকটি বড় বদল করেছে ৷
advertisement
1/9

দেশের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ২০১৪ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা নিয়ে এসেছিল কেন্দ্র সরকার ৷ যোজনায় প্রতি বছর তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয়ে থাকে ৷ এই হিসেবে বছরে ৬০০০ টাকা পেয়ে থাকেন দেশের কোটি কোটি কৃষকরা ৷
advertisement
2/9
বর্তমানে ১৪ তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন দেশের কৃষকরা ৷ তার মধ্যেই কেন্দ্র সরকার এই যোজনা সংক্রান্ত বেশ কয়েকটি বড় বদল করেছে ৷
advertisement
3/9
এখন পর্যন্ত এই যোজনার ১৩টি কিস্তির টাকা পেয়েছেন কৃষকরা ৷ পিএম কিষান পোর্টালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বদল করা হয়েছে ৷ আপনিও পিএম কিষান যোজনার সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই পিএম কিষান পোর্টালে হওয়া বদল সম্বন্ধে জেনে রাখা অত্যন্ত জরুরি ৷ এক নজরে দেখে নিন কী কী বড় বদল করা হয়েছে ৷
advertisement
4/9
বেনিফিশিয়ারি স্টেট্যাস: প্রথম বদল বেনিফিশিয়ারি স্টেট্যাস নিয়ে করা হয়েছে ৷ এবার থেকে বেনিফিশিয়ারি স্টেট্যাস দেখার পদ্ধতি বদলে গিয়েছে ৷ এর জন্য রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে ৷ রেজিস্ট্রেশন নম্বর না থাকলে Know Your Registration Number লিঙ্কে ক্লিক করতে হবে ৷
advertisement
5/9
ক্লিক করতেই একটি পেজ খুলে যাবে ৷ এখানে নিজের আধার ও মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা কোড দিতেই পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নম্বর ৷ এবার বেনিফিশিয়ারি স্টেটাসে ক্লিক করে রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিয়ে গেট ডেটাতে ক্লিক করতেই জানতে পারবেন স্টেট্যাস ৷
advertisement
6/9
বানান ভুল থাকলে ঠিক করতে পারবেন- অনেক সময় ফর্ম ফিলআপ করার সময় নাম বা অন্যান্য তথ্যে ভুল থাকলে যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন ৷ আটকে যেতে পারে কিস্তির টাকা ৷ নামের বানানে ভুল থাকলে এবার থেকে পোর্টালে গিয়ে সেটা ঠিক করার সুবিধা রয়েছে ৷
advertisement
7/9
আধার কার্ডে যে নাম থাকবে যোজনার সুবিধা পেতেও সেই নামই থাকতে হবে ৷ এর জন্য Name correction as per aadhaar-এ ক্লিক করতে হবে ৷ নাম ঠিক করার জন্য রেজিস্ট্রেশন নম্বর, ক্যাপচা কোড দিয়ে পরে পেজে সঠিক নামের বানান লিখতে হবে ৷
advertisement
8/9
পিএম কিষান অ্যাপ- এবার থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে পিএম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এর জন্য অ্যাপ ডাউনলোড করতে হবে ৷ এর জন্য পোর্টাল থেকেই PM Kisan Mobile App-এর লিঙ্ক দেওয়া হয়েছে ৷ গুগল প্লে স্টোর থেকেও এই অ্যাপ ডাউনলোড করা যাবে ৷ ডাউনলোডের পর আধারের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন ৷
advertisement
9/9
ফার্মাস কর্নার: পিএম কিষান পোর্টালে ফার্মাস কর্নার রয়েছে ৷ এখানে এবার থেকে একটি নতুন ফিচার দেওয়া হয়েছে ৷ এখানে কেউ বেনিফিট সারেন্ডার করতে চাইলে Volunteer Surrender Of PM Kisan Benefits-এ ক্লিক করতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: ১৪ তম কিস্তির আগে বিরাট বদল যোজনায়, কোটি কোটি কৃষকদের পকেটে পড়তে চলেছে প্রভাব