Tips To Make Money: মধ্যবিত্তও হতে পারে বিশাল সম্পত্তির মালিক, শুধু মেনে চলা দরকার এই টিপসগুলি
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কী কী উপায়ে বাড়ানো যেতে পারে সম্পত্তি, দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
1/9

ভবিষ্যতের জন্য সঞ্চয় করার চেষ্টা করেন সকলেই। মধ্যবিত্ত কোনও পরিবারে সব সময়ই প্রচেষ্টা থাকে, যতটা বেশি সম্ভব সঞ্চয় করে সম্পত্তির পরিমাণ বাড়িয়ে নেওয়ার। কী কী উপায়ে বাড়ানো যেতে পারে সম্পত্তি, দেখে নেওয়া যাক এক নজরে।
advertisement
2/9
স্মার্ট বিনিয়োগ:সময়ের সঙ্গে সঙ্গে সম্পদ গড়ে তোলার সবচেয়ে কার্যকর উপায় হতে পারে বিনিয়োগ। তবে তা অবশ্যই বিচক্ষণতার সঙ্গে করতে হবে। প্রথমের ঝুঁকির স্টক বিনিয়োগ না করে বরং অবসরকালীন অ্যাকাউন্টে ছোট ছোট বিনিয়োগ করা যেতে পারে। এক্ষেত্রে আয়কর ছাড়ের সুবিধাও পাওয়া যেতে পারে।
advertisement
3/9
এছাড়াও, ETF জাতীয় তহবিলেও বিনিয়োগ করা যায়। এর ফলে পোর্টফোলিও-তে বৈচিত্র্য আসে। ঝুঁকি কমে।
advertisement
4/9
রিয়েল এস্টেট:রিয়েল এস্টেট-এ বিনিয়োগ করলে সম্পদ নির্মাণের ক্ষেত্রটি শক্তিশালী হতে পারে। সেক্ষেত্রে প্রথমে এটি এক ভাবে ইক্যুইটি তৈরি করতে দেবে। তাছাড়া যদি ওই সম্পত্তি ভাড়া হিসেবে দেওয়া হয়, তাহলেও একটি স্থির আয়ের উৎস তৈরি হবে।
advertisement
5/9
শিক্ষা এবং কর্মজীবন:ছোটবেলায় সকলেই শুনেছেন মন দিয়ে লেখাপড়া করে যেই জন, বড় হয়ে গাড়ি-ঘোড় চড়বে সে’জন। ফলে প্রথম থেকেই পড়াশোনায় মন দেওয়া দরকার। শুধু তাই নয়, ভাল বেতনের চাকরি এবং কেরিয়ারের জন্য ক্রমাগত নিজের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা বাড়িয়ে যাওয়া প্রয়োজন। পাশাপাশি নিজের সন্তানকেও সেই দিকে এগিয়ে দিতে হবে। যাতে ভবিষ্যৎ সুরক্ষিত থাকে তাঁর এবং পরিবারের।
advertisement
6/9
ব্যবসা:নিজের কাজের পাশাপাশি একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চাইছেন আজকাল সকলেই। এটা খুবই ভাল উপায় হতে পারে আয়ের ক্ষেত্রে। বাড়ি থেকে করা কোনও ব্যবসা বা ফ্রিল্যান্স কাজ করা যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এটি আয়ের দ্বিতীয় উৎস হয়ে উঠবে।
advertisement
7/9
সঞ্চয় এবং মিতব্যয়িতা:সম্পদ গড়ে তোলার অর্থ শুধুই রোজগার করা নয়। বরং সঞ্চয়ে মন দেওয়াও। খরচে রাশ টানা প্রয়োজন। মিতব্যয়ী জীবনধারা গ্রহণ করা এবং সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়া খুবই প্রয়োজন। পরিবারের সদস্যদেরও এই বিষয়ে উৎসাহী করতে হবে।
advertisement
8/9
উত্তরাধিকার ও আর্থিক শিক্ষা:ভবিষ্যৎ পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ। মালিকের অবর্তমান তাঁর সম্পত্তি কে পাবেন, তা স্থির করার জন্য একটি ‘উইল’ করে রাখা প্রয়োজন। আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ এবং সম্পদ সংরক্ষণের গুরুত্ব নিজেকে যেমন বুঝতে হবে। তেমনই সেই বিষয়ে অবগত করতে হবে পরিবারের সকল সদস্যকে।
advertisement
9/9
মনে রাখতে হবে, সম্পদ একদিনে তৈরি হয় না। সেজন্য দীর্ঘমেয়াদী প্রচেষ্টার প্রয়োজন। ধৈর্য, শৃঙ্খলা এবং সুচতুর কৌশলেরও প্রয়োজন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tips To Make Money: মধ্যবিত্তও হতে পারে বিশাল সম্পত্তির মালিক, শুধু মেনে চলা দরকার এই টিপসগুলি