TRENDING:

ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতেই হবে! রইল বিলাসিতা না ছেড়েই সহজে অর্থ সঞ্চয় করার কিছু টিপস!

Last Updated:
কর্মজীবন শুরু হওয়ার পর থেকে সঞ্চয়ের দিকেও মনোনিবেশ করতে হবে। কীভাবে সঞ্চয় করা যাবে, সেই প্রসঙ্গে রইল কিছু টিপস।
advertisement
1/8
ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতেই হবে! রইল বিলাসিতা না ছেড়েই সহজে অর্থ সঞ্চয়ের টিপস!
আয় কিংবা ব্যয়ের পাশাপাশি টাকা জমানোটাও অত্যন্ত জরুরি। কারণ মানুষের আর্থিক কিছু লক্ষ্যও থাকে। সেটা পূরণ করার জন্য টাকা বাঁচানো উচিত। শুধু তা-ই নয়, ভবিষ্যতে তো জরুরিকালীন পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই কথা ভেবেই টাকা জমিয়ে রাখতে হবে। এছাড়া আরও নানা কারণে কর্মজীবন শুরু হওয়ার পর থেকে সঞ্চয়ের দিকেও মনোনিবেশ করতে হবে। কীভাবে সঞ্চয় করা যাবে, সেই প্রসঙ্গে রইল কিছু টিপস।
advertisement
2/8
বাজেট তৈরি: যে পরিমাণ টাকা আয় হচ্ছে, সেটা কোথায় কতটা খরচ হবে, সেই হিসেবটা রাখা একেবারে জরুরি। তাই তৈরি করতে হবে বাজেট। তাই খরচ কিংবা বিনিয়োগের বাজেট ছকে নিতে হবে। এতে ভাল ভাবে সঞ্চয় করা যাবে।
advertisement
3/8
অপ্রয়োজনীয় খরচে কাটছাঁট: চাহিদার তো কোনও শেষ নেই। ফলে যা আয় হচ্ছে, তার পুরোটাই ব্য়য় হয়ে যেতে পারে। ফলে সেভিংস বাড়াতে নিজের খরচ নিয়ন্ত্রণ করতে হবে। তাই নিজের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখেই খরচ করা উচিত। প্রয়োজনের উপর গুরুত্ব দিতে হবে, কিন্তু চাহিদার উপর লাগাম টানা উচিত।
advertisement
4/8
আর্থিক লক্ষ্য: মাঝারি এবং দীর্ঘ মেয়াদের আর্থিক লক্ষ্য রাখা উচিত। এই আর্থিক লক্ষ্যের থাকলে প্রতি মাসে টাকা জমানোর উৎসাহ বাড়ে। শুধু তা-ই নয়, কিছু স্বল্প মেয়াদের আর্থিক লক্ষ্যও রাখতে হবে। এতে আর্থিক লক্ষ্য পূরণের আনন্দটাও বাড়ে।
advertisement
5/8
সব কেনাকাটাকে বিনিয়োগ হিসেবে গণ্য করা: যখন কোনও জিনিস কেনা হবে, তা ভাল কিংবা খারাপ হলেও সেটাকে বিনিয়োগ হিসেবে গণ্য করতে হবে। ভবিষ্যতে যদি তা ভাল রিটার্ন না দেয়, তাহলে তা পরবর্তীকালে আর কেনা উচিত হবে না। কেনার টাকাটা সঞ্চয় করতে হবে।
advertisement
6/8
বিভিন্ন বিল হ্রাস: ফোন, কেবল, ইন্টারনেট ও বিদ্যুৎ - আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিস। এর বিল কীভাবে সেভ করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ এই সব বিল কমাতে হবে।
advertisement
7/8
ঋণের ভার কমানো: ঋণ এমন একটা বিষয়, যা ধীরে ধীরে সম্পদ শেষ করে দিকে পারে। যাঁরা টাকা-পয়সা বাঁচাতে চাইছেন, তাঁদের দীর্ঘ মেয়াদের ঋণ দ্রুত কমাতে হবে। যদিও ঋণদাতা সংস্থার এই বিষয়টা একেবারেই না-পসন্দ। তবে সময়ের আগেই ঋণ পরিশোধ করলে ফের সঞ্চয় সঠিক ভাবে শুরু করা যাবে।
advertisement
8/8
বিনিয়োগ বাড়াতে হবে: সঞ্চয় বাড়ানোর জন্য বিনিয়োগ করতে হবে। হাতে টাকা এলেই তা খরচ করব, এমনটা না ভেবে প্রথমেই তা বিনিয়োগ করে দিতে হবে। এতে সঞ্চয়ও বাড়বে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভবিষ্যতের জন্য জমিয়ে রাখতেই হবে! রইল বিলাসিতা না ছেড়েই সহজে অর্থ সঞ্চয় করার কিছু টিপস!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল