TRENDING:

ফিক্সড ডিপোজিট করছেন? জেনে নিন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের হার

Last Updated:
একটি নির্দিষ্ট সময় অন্তর সুদের হারগুলি সংশোধন ও পুনর্বিচেনা করা হয়। তাই নতুন সুদের হার সম্পর্কেও অবহিত থাকতে হবে।
advertisement
1/5
ফিক্সড ডিপোজিট করছেন? জেনে নিন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের হার
ভবিষ্যতের নানা পরিকল্পনার কথা মাথায় রেখে অনেকেই ফিক্সড ডিপোজিটের পথে হাঁটেন। একটি নির্দিষ্ট সময়ের মেয়াদে নিজেদের উপার্জনের একটা অংশ বিনিয়োগ করেন। এক্ষেত্রে সব চেয়ে উল্লেখযোগ্য বিষয় হল সুদের হার ও ফিক্সড ডিপোজিটের ধরন। প্রথমেই দেখতে হবে, শর্ট টার্ম না লং টার্ম ফিক্সড ডিপোজিট করা হচ্ছে! এর পাশাপাশি একটি নির্দিষ্ট সময় অন্তর সুদের হারগুলি সংশোধন ও পুনর্বিচেনা করা হয়। তাই নতুন সুদের হার সম্পর্কেও অবহিত থাকতে হবে। অনেকে আবার ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করার কথা ভাবেন। এক্ষেত্রে দেখে নেওয়া যাক, নির্দিষ্ট সময়ের মেয়াদে কোন ব্যাঙ্কে কত সুদের হার দেওয়া হচ্ছে!
advertisement
2/5
সাত দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ভিন্ন ভিন্ন হারে সুদ দেওয়া হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। এই বছর ৮ জানুয়ারি থেকেই লাগু হয়েছে নতুন এই সুদের হার। বিশদে দেখে নেওয়া যাক SBI-এর FD স্কিমের সুদের হারের তালিকা। ম্যাচিওরিটি পিরিয়ড সুদের হার: ৭-৪৫ দিন ২.৯ শতাংশ | ৪৬ - ১৭৯ দিন ৩.৯ শতাংশ | ১৮০-২১০ দিন ৪.৪ শতাংশ | ৩০-৪৫ দিন ৪.৪ শতাংশ | ২১১ দিন- ১ বছরের কম ৪.৪ শতাংশ | ১ বছর- ২ বছরের কম ৫.০০ শতাংশ | ২ বছর -৩ বছরের থেকে কম ৫.০১ শতাংশ | ৩ বছর - ৫ বছরের থেকে কম ৫.০৩ শতাংশ | ৫ বছর- ১০ বছর ৫.০৪ শতাংশ
advertisement
3/5
ব্যাঙ্কের FD স্কিমের মতোই কাজ করে পোস্ট অফিসের টার্ম ডিপোজিট স্কিম। ব্যাঙ্কের মতোই পোস্ট অফিস থেকেও রিটার্ন সুনিশ্চিত। সেই সূত্র ধরে গত বছর ১ এপ্রিল থেকে লাগু হয়েছে পোস্ট অফিসের নতুন টার্ম ডিপোজিট স্কিম। এক্ষেত্রে এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের মেয়াদে বিভিন্ন হারে সুদে দেওয়া হয়। আসুন দেখে নেওয়া যাক, পোস্ট অফিসের FD স্কিমের সুদের হার। ম্যাচিওরিটি পিরিয়ড সুদের হার: ১ বছর ৫.৫ শতাংশ | ২ বছর ৫.৫ শতাংশ | ৩ বছর ৫.৫ শতাংশ | ৫ বছর ৬.৭ শতাংশ
advertisement
4/5
গত বছর ১৫ সেপ্টেম্বর থেকে নতুন FD ইন্টারেস্ট রেট লাগু হয়েছে IDFC First ব্যাঙ্কে। এক্ষেত্রে সাত দিনের শর্ট টার্ম থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে ভিন্ন ভিন্ন সুদের হার রয়েছে। ২.৭৫ শতাংশ থেকে শুরু করে ৫.৭৫ শতাংশ এমনকি ৬ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। এবার দেখে নেওয়া যাক, IDFC First ব্যাঙ্কে সুদের হার কত- ম্যাচিওরিটি পিরিয়ড সুদের হার : ৭-১৪ দিন ২.৭৫ শতাংশ | ১৫-২৯ দিন ৩.০০ শতাংশ | ৩০-৪৫ দিন ৩.৫০ শতাংশ | ৪৬-৯০ দিন ৪.০০ শতাংশ | ৯১-১৮০ দিন ৪.৫০ শতাংশ | ১৮১ দিন - ১ বছরের কম ৫.২৫ শতাংশ | ১ বছর - ৪৯৯ দিন ৫.৭৫ শতাংশ | ৫০০ দিন ৬.০০ শতাংশ | ৫০১ দিন - ২ বছর ৫.৭৫ শতাংশ | ২ বছর ১ দিন- ৫ বছর ৫.৭৫ শতাংশ | ৫ বছর ১ দিন - ১০ বছর ৫.৭৫ শতাংশ
advertisement
5/5
তাই আর দেরি না করে প্রয়োজনে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে কিংবা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। সব ঠিতাই আর দেরি না করে প্রয়োজনে নিকটবর্তী ব্যাঙ্কের শাখায় গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে কিংবা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। সব ঠিক থাকলে, সুযোগ বুঝে করা যেতে পারে ফিক্সড ডিপোজিট! ক থাকলে, সুযোগ বুঝে করা যেতে পারে ফিক্সড ডিপোজিট!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিট করছেন? জেনে নিন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের সুদের হার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল