TRENDING:

Fixed Deposit Interest Rate: এই ৫ ব্যাঙ্ক ২ বছরের FD-তে দিচ্ছে বিরাট সুদ; দেখে নিন বিনিয়োগের আগে

Last Updated:
Fixed Deposit Interest Rate: সবক্ষেত্রেই লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব।
advertisement
1/9
এই ৫ ব্যাঙ্ক ২ বছরের FD-তে দিচ্ছে বিরাট সুদ; দেখে নিন বিনিয়োগের আগে
বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে সকলেই চায় এমন জায়গায় বিনিয়োগ করতে, যেখানে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। কিন্তু, মোটা টাকা রিটার্ন পাওয়ার লোভে যে কোনও জায়গায় বিনিয়োগ করা উচিত নয়। কারণ বাজারে এমন বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যেখানে কোনও ধরনের সুরক্ষা নেই। তাই সবসময় সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করা উচিত।
advertisement
2/9
এমন পরিস্থিতিতে সকলের মাথাতে প্রথমেই আসে ব্যাঙ্ক। ভারতের বিভিন্ন ধরনের ব্যাঙ্কে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। কিন্তু, সবক্ষেত্রেই লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে বেশি টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু, অনেকেই জানেন না যে, এমন ৫টি ব্যাঙ্ক রয়েছে যারা মাত্র ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিটে ৮.১% হারে সুদ দিচ্ছে।
advertisement
3/9
আমাদের প্রায় সকলেরই জানা যে কোনও ক্ষেত্রেই লম্বা সময়ের জন্য বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। কিন্তু, অনেকেই এমন আছেন যাঁরা চান কম সময়ের জন্য বিনিয়োগ করে ভাল রিটার্ন পেতে।
advertisement
4/9
এর জন্য ভারতের ৫টি ব্যাঙ্ক রয়েছে, যেখানে ২ বছরের FD স্কিমে অর্থাৎ ফিক্সড ডিপোজিটে ৮.১% সুদ দেওয়া হচ্ছে। ETIG দ্বারা প্রাপ্ত সুত্র অনুসারে ২০২৪ সালের ৭ মার্চ থেকে এই ৫টি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৮.১% হারে সুদ দিচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়ে।
advertisement
5/9
RBL BANK -RBL ব্যাঙ্ক FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৮.১% হারে সুদ অফার করছে।
advertisement
6/9
IDFC FIRST BANK -IDFC FIRST BANK FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ অফার করছে।
advertisement
7/9
INDUSIND BANK -Indusind Bank FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ অফার করছে।
advertisement
8/9
DCB BANK -DCB BANK FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.৭৫% হারে সুদ অফার করছে।
advertisement
9/9
BANDHAN BANK -BANDHAN BANK FD অর্থাৎ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৭.২৫% হারে সুদ অফার করছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Interest Rate: এই ৫ ব্যাঙ্ক ২ বছরের FD-তে দিচ্ছে বিরাট সুদ; দেখে নিন বিনিয়োগের আগে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল