TRENDING:

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৫ লক্ষ টাকার বেশি রেখেছেন? তাহলে কিন্তু বড়সড় মাসুল গুনতে হতে পারে; এই বিষয়ে যা না জানলেই নয়…

Last Updated:
Fixed Deposit: এফডি-তে ৫ লাখ টাকার বেশি রাখলে কী কী সমস্যা হতে পারে জেনে নিন ৷
advertisement
1/6
ফিক্সড ডিপোজিটে ৫ লক্ষ টাকার বেশি রেখেছেন? তাহলে কিন্তু বড়সড় মাসুল গুনতে হতে পারে
বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম হল ফিক্সড ডিপোজিট বা এফডি। এর কোনও বিকল্প নেই। আসলে শেয়ার বাজার, কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে অনেক বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যায় ঠিকই। কিন্তু এতে ঝুঁকিও থাকে প্রচুর। বাজারে ওঠা-পড়া দেখা দিলেই কিন্তু বিনিয়োগের টাকা জলে। ফলে লোকসানই লোকসান। সেক্ষেত্রে হাত কামড়াতে হয় বিনিয়োগকারীদের।
advertisement
2/6
আর শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের নিরিখে ফিক্সড ডিপোজিট বা এফডি অনেকটাই নিরাপদ। কারণ বাজারের উত্থান-পতনের সঙ্গে কোনও যোগ নেই। ফলে কোনও ঝুঁকিও থাকে না। বিনিয়োগ করার সময়ই সুদের হার নির্ধারণ করে দেওয়া হয়। আর মেয়াদ শেষ হলে নিশ্চিত ভাবে রিটার্ন পান বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগকারীর কষ্টার্জিত টাকা মার যাওয়ার কোনও ভয় থাকে না।
advertisement
3/6
তবে অনেকেই হয়তো জানেন না যে, ৫ লক্ষ টাকা পর্যন্ত এফডি-তে বিনিয়োগ করা সম্পূর্ণ রূপে নিরাপদ। কারণ ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (ডিআইসিজিসি) ইন্স্যুরেন্স কভার দিয়ে থাকে। কিন্তু ব্যাঙ্ক যদি ব্যর্থ হয়, তাহলে এফডি-তে ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করা হলে বিনিয়োগকারীকে ক্ষতির মুখে পড়তে হবে। সেই বিষয়েই আজকের প্রতিবেদনে বিশদে জেনে নেওয়া যাক।আসলে ১০ লক্ষ টাকার একটি ফিক্সড ডিপোজিটে মাত্র ৫ লক্ষ টাকার ইন্স্যুরেন্স কভার পাওয়া যায়। আর ৫ লক্ষ টাকার বেশি পরিমাণের সিকিউরিটি বা নিরাপত্তা নির্ভর করে ব্যাঙ্কের খ্যাতি এবং তাদের আর্থিক স্থিতিশীলতার উপর।
advertisement
4/6
তাহলে নিরাপদ বিকল্পটা ঠিক কী। এফডি বা বিনিয়োগকে নিরাপদে রাখার জন্য বিভিন্ন ব্যাঙ্কে ভাগে ভাগে এফডি করে রাখা নিরাপদ বিকল্প হতে পারে। বিনিয়োগকারীরা ৭ দিন থেকে ১০ বছরের এফডি মেয়াদ বেছে নিতে পারেন। আসলে ব্যাঙ্ক এবং এফডি-র মেয়াদের উপর নির্ভর করে ফিক্সড ডিপোজিটের সুদের হার।
advertisement
5/6
এখানেই শেষ নয়, ফিক্সড ডিপোজিটের আরও নানা সুবিধা রয়েছে। প্রয়োজন হলে এফডি-র সাপেক্ষে ঋণ নিতে পারবেন বিনিয়োগকারী। এর জন্য ফিক্সড ডিপোজিট ভাঙার কোনও প্রয়োজন হবে না। সেই সঙ্গে ব্যাঙ্ক এফডি-র উপর ৮০সি ধারায় কর ছাড় দাবি করতে পারেন বিনিয়োগকারী।
advertisement
6/6
এছাড়া সিনিয়র সিটিজেনদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিছু বিশেষ সুবিধা রয়েছে। কারণ প্রবীণ নাগরিকরা ০.২৫ শতাংশ থেকে ০.৫০ শতাংশ পর্যন্ত আরও বেশি সুদের হার পেতে পারেন। আবার আশি বছর বা তার উর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের জন্য কিছু কিছু ব্যাঙ্ক আরও বেশি সুদের হার প্রদান করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৫ লক্ষ টাকার বেশি রেখেছেন? তাহলে কিন্তু বড়সড় মাসুল গুনতে হতে পারে; এই বিষয়ে যা না জানলেই নয়…
Open in App
হোম
খবর
ফটো
লোকাল