TRENDING:

Tata, Hyundai, Renault, Honda গাড়িতে মিলবে ৮০ হাজার টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে ১ লাখ মূল্যের সোনা জেতার সুযোগ

Last Updated:
গাড়ি বুক করলে রয়েছে ১ লক্ষ টাকার সোনা জেতার সুযোগ
advertisement
1/6
Tata, Hyundai, Renault, Honda গাড়িতে মিলবে ৮০ হাজার টাকা পর্যন্ত ছাড়!
আপনি কি গাড়ি কেনার কথা ভাবছেন, তাহলে এই সময়টি গাড়ি কেনার সেরা সময়। কারণ এই মাসে বেশ কিছু জনপ্রিয় গাড়ির কোম্পানি আকর্ষণীয় ছাড় এবং অফার দিচ্ছে। এন্ট্রি লেবেল গাড়ি থেকে শুরু করে লাক্সারি সিডানে উপরে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট দিচ্ছে এই সংস্থাগুলি জেনে নিন কোন কোম্পানি কোন কোন গাড়িতে বিশাল ছাড়...
advertisement
2/6
Renault: কেরল, মহারাষ্ট্র এবং গুজরাটে রেনল্ট কুইডের উপরে ৪০,০০০ টাকার ছাড় দিচ্ছে আর ৭০০০ টাকার কর্পোরেট ছাড়ও রয়েছে। ভারতের বাকি অংশে কুইডের উপরে নগদ ছাড় রয়েছে ৩৫০০০ টাকা। কেরল, মহারাষ্ট্র এবং গুজরাটে Triber এর ইপরে রয়েছে ৪০,০০০ টাকার ছাড় আর ৭০০০ টাকার কর্পোরেট ছাড়। বাকি রাজ্যগুলিতে এটি এই গাড়িটি কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন ৩০,০০০ টাকার ছাড় এবং অন্যান্য বানিফিট। কেরল, মহারাষ্ট্র এবং গুজরাটের গ্রাহকরা Duster-এর উপরে পেয়ে যাবেন ৮০,০০০ টাকার নগদ ছাড় আর ২০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট। বাকি রাজ্যের গ্রাহকরা এই গাড়িটি কিনলে পেয়ে যাবেন ৭০,০০০ টাকার নগদ ছাড়।
advertisement
3/6
Tata Motors: Harrier-এর BS6 ভেরিয়েন্ট উপরে রয়েছে ১ লক্ষ টাকার ছাড়, এতে রয়েছে নগদ ডিসকাউন্ট, কর্পোরেট ছাড় আর এক্সচেঞ্জ বোনাস। Harrier-এর ডার্ক এডিশন ভেরিয়েন্টের উপরে রয়েছে ৬০,০০০ ছাড়, এর মধ্যেই রয়েছে কর্পোরেট ছাড় আর এক্সচেঞ্জ বোনাস। Nexon-এর ডিজেল ভেরিয়েন্টের উপরে রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস আর ৫০০০ টাকার কর্পোরেট ছাড়। Nexon-এর পেট্রোল ভেরিয়েন্টের উপরে রয়েছে শুরু কর্পোরেট ডিসকাউন্ট। Tiago-র উপরে রয়েছে ১৫,০০০ টাকার ফ্ল্যাট নগদ ডিসকাউন্ট, ১০,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ ছাড় আর ৫০০০ টাকার কর্পোরেট ছাড়। Tigor-এর উপরেও রয়েছে ১৫,০০০ টাকার ফ্ল্যাট নগদ ডিসকাউন্ট, ৫০০০ টাকার কর্পোরেট ছাড় আর ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস।
advertisement
4/6
Honda: Civic এর উপরে রয়েছে ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড়। Amaze এর উপরে ২৭,০০০ টাকা আর 4thজেনারেশন City-র উপরে রয়েছে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত অফার। Amaze আর City-র উপরে যে অফার দেওয়া হচ্ছে তাতে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস আর ফ্রি অ্যাকসিডেন্ট ওয়ারেন্টি।
advertisement
5/6
Nissan আর Datsun: Nissan Kicks SUV-র উপরে রয়েছে ৬৫,০০০ টাকার বেনিফিট, যার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস আর লওয়ালটি বোনাস। অগাস্ট মাসে Datsun-এর গাড়ি কিনলে পেয়ে যাবেন ৫৫,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট। Datsun Go-রে রয়েছে ২০,০০০ টাকার নগদ ছাড়, ২০,০০০ টাকার এক্সচেঞ্জ ছাড়, ১০,০০০ টাকার কর্পোরেট অফার আর ফ্রন্টলাইন ভেরিয়েন্টের উপরে অতিরিক্ত ৫০০০ টাকার ছাড়। Datsun Go+ MPV তে রয়েছে ১৫,০০০ টাকার ফ্লাট ক্যাশ ছাড় আর ২০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস। redi-Go গাড়ি কিনলে পেয়ে যাবেন ৩০,০০০ পর্যন্ত বেনিফট। তাতে রয়েছে ১৫,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস, ১০,০০০ টাকার লওয়ালটি বোনাস। এছাড়াও Nissan বা Datsun-এর গাড়ি বুক করলে রয়েছে ১ লক্ষ টাকার সোনা জেতার সুযোগ।
advertisement
6/6
Hyundai:Aura কিনলে গ্রাহকরা পেয়ে যাবেন ২০,০০০ টাকা বেনিফিট। Grandi10 Nios-এ রয়েছে ২৫,০০০ টাকা, Santro-তে ৪৫,০০০ টাকা, Elantra-তে ৩০,০০০ টাকা, Elitei20-তে ৩৫,০০০ টাকা আর Grandi10-এ ৬০,০০০ টাকা পর্যন্ত বেনিফিট। এছাড়াও কোম্পানি মেডিক্যাল প্রফেশনল, কিছু নির্দিষ্ট কর্পোরেট, এসএমই, টিচার আর সিএদের স্পেশাল অফার দিচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tata, Hyundai, Renault, Honda গাড়িতে মিলবে ৮০ হাজার টাকা পর্যন্ত ছাড়, সঙ্গে ১ লাখ মূল্যের সোনা জেতার সুযোগ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল