TRENDING:

Fixed Deposit Return Rate: FD পরিণত হবে ‘রিটার্ন মেশিন’-এ, এই ছোট্ট উপায়ে কোনও ঝুঁকি ছাড়াই হাতে আসবে টাকাই টাকা !

Last Updated:
Fixed Deposit Return Rate: আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই এফডি-তে বিনিয়োগকে ভরসাযোগ্য বলে বলে মনে করেন। কারণ এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে থাকে না কোনও ঝুঁকি।
advertisement
1/6
FD পরিণত হবে ‘রিটার্ন মেশিন’-এ, এই ছোট্ট উপায়ে কোনও ঝুঁকি ছাড়াই হাতে আসবে টাকাই টাকা !
আজকের দিনে দাঁড়িয়ে বিনিয়োগের ক্ষেত্রে বিকল্পের অভাব নেই। কিন্তু আজও বিনিয়োগকারীরা নিজেদের পোর্টফোলিও-য় এফডি-কে স্থান দিতে পছন্দ করেন। আসলে বেশিরভাগ বিনিয়োগকারীই এফডি-তে বিনিয়োগকে ভরসাযোগ্য বলে বলে মনে করেন। কারণ এফডি-তে বিনিয়োগের ক্ষেত্রে থাকে না কোনও ঝুঁকি। ফলে বিনিয়োগকারীর বিনিয়োগ করা সম্পূর্ণ টাকাই নিরাপদে থাকে। কিন্তু বিনিয়োগকারীরা মনে করেন যে, ফিক্সড ডিপোজিট থেকে প্রচুর টাকা আয় করা সম্ভব। কিন্তু এফডি-র ক্ষেত্রে বিনিয়োগের একটা দুর্দান্ত উপায় রয়েছে। যা প্রত্যেক বছর প্রচুর পরিমাণে মুনাফা এনে দেবে। আর এর মাধ্যমে কয়েক বছরের মধ্যে বিনিয়োগকারী প্রচুর ফান্ড তৈরি করতে পারবেন।
advertisement
2/6
এফডি-র মাধ্যমে সম্পদ গঠন:১০ থেকে ১৫ বছরের মধ্যে এফডি-তে বিনিয়োগ করে প্রচুর টাকা আয় করার একটা উপায় অবশ্য রয়েছে। আর সেটা হল- এফডি ল্যাডারিং টেকনিক। এই কৌশলের মাধ্যমে একসঙ্গে পুরো টাকাটাই ফিক্সড করে দেওয়া হয় না, বরং বিভিন্ন মেয়াদের বেশ কয়েকটি এফডি তৈরি করে পুরো টাকাটা বিনিয়োগ করা হয়।
advertisement
3/6
এই কৌশল অবলম্বনের উপায়:এই কৌশলটা কীরকম, সেটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক, বিনিয়োগকারীর হাতে রয়েছে ৫ লক্ষ টাকা। আর তিনি এই ৫ লক্ষ টাকা দিয়ে এফডি করতে চাইছেন। এই পরিস্থিতিতে ৫ লক্ষ টাকা দিয়ে একটি এফডি করার পরিবর্তে ১ লক্ষ টাকা করে দিয়ে ৫টি এফডি বানিয়ে নিতে হবে। আর সেগুলিকে ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য ফিক্সড করে রেখে দিতে হবে।
advertisement
4/6
কীভাবে প্রচুর টাকা হাতে আসবে?ল্যাডারিং টেকনিকে বিনিয়োগ করা হলে প্রত্যেক বছর বিনিয়োগকারীর এফডি ম্যাচিওর করবে। ধরা যাক, বিনিয়োগকারী ১, ২, ৩, ৪ এবং ৫ বছরের জন্য টাকাটা ফিক্সড করে রাখছেন। ফলে তাঁর হাতে থাকবে ৫টি এফডি। প্রথম এফডি-র মেয়াদ পূরণ হবে ১ বছরে। এই এফডি-তে বিনিয়োগকারী যে সুদই পান না কেন, পরবর্তী ৫ বছরের জন্য আবার নির্ধারিত সুদ-সহ পুরো পরিমাণই তাঁর পাওনা। দ্বিতীয় বছরে দ্বিতীয় এফডি-টির মেয়াদ শেষ হবে। এই ভাবে বিনিয়োগকারীর এফডি-র পরপর প্রতিবছর মেয়াদপূর্তি হবে। আর প্রত্যেক বছর জমা করা টাকা থেকে মুনাফা লাভ করা সম্ভব।
advertisement
5/6
মেয়াদপূর্তির পর কী করণীয়?এফডি-র মেয়াদ পূরণ হওয়ার পর আবারও পরবর্তী ৫ বছরের জন্য একে একে প্রত্যেকটি এফডি ফিক্সড করা যেতে পারে। এর ফলে প্রতি বছর সুদ এবং টাকার পরিমাণও বাড়তে থাকবে। আর এভাবে প্রচুর মুনাফা লাভ করতে পারবেন বিনিয়োগকারী।
advertisement
6/6
এই কৌশলে অবসরপ্রাপ্তদের আয় বৃদ্ধি?এই এফডি ল্যাডারিং টেকনিকের মাধ্যমে বয়স্ক এবং অবসরপ্রাপ্ত মানুষেরা আয় করতে পারেন। এর জন্য তাঁরা তাঁদের রিটায়ারমেন্টের সময় প্রাপ্ত টাকা একাধিক অফডি-র মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। মেয়াদপূর্তির পর তাঁরা জমা করা টাকার সুদ নিজেদের প্রয়োজনমতো ব্যবহার করতে পারেন এবং আবারও এফডি-তে বিনিয়োগ করতে পারেন। এটা তাঁদের পর্যাপ্ত লিক্যুইডিটি প্রদান করবে। সেই সঙ্গে জমা করা অর্থ নিরাপদেও থাকবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Return Rate: FD পরিণত হবে ‘রিটার্ন মেশিন’-এ, এই ছোট্ট উপায়ে কোনও ঝুঁকি ছাড়াই হাতে আসবে টাকাই টাকা !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল