TRENDING:

Marigold Farming: দিনে এক লক্ষ টাকা আয়! গাঁদা ফুলের চাষে ৩ মাসেই ভাগ্যবদল কৃষকের, সহজ টিপসে আপনিও হবে মালামাল

Last Updated:
Marigold Farming: সাতারা নিবাসী কৃষক এবারে টাপোরা জাফরান গাঁদা লাগিয়েছেন। এর থেকে তিনি প্রতিদিন এক লক্ষ টাকা আয় করছেন।
advertisement
1/7
দিনে ১ লক্ষ টাকা! গাঁদা ফুলের চাষে ৩ মাসে ভাগ্যবদল কৃষকের, আপনিও হবেন মালামাল!
যে কোনও উৎসবের সময় বাজারে গাঁদা ফুলের অত্যন্ত চাহিদা থাকে। বিয়ে হোক বা পুজার বাড়ি, যে কোনও ক্ষেত্রেই গাঁদা ফুলের ব্যবহার হয়। এখন শীতের মরশুমে নানা অনুষ্ঠান এবং পুজার জন্য বাজারে গাঁদা ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
2/7
এর কারণে অনেক কৃষক এখন ঐতিহ্যবাহী চাষের পরিবর্তে গাঁদা ফুলের চাষ করতেই পছন্দ করছেন। তেমনই এক কৃষক এবারে গাঁদা ফুলের চাষ করে তাক লাগিয়েছেন। সাতারা নিবাসী কৃষক এবারে টাপোরা জাফরান গাঁদা লাগিয়েছেন।
advertisement
3/7
এর থেকে তিনি প্রতিদিন এক লক্ষ টাকা আয় করছেন। কীভাবে এই চাষ শুরু করলেন? সাতারার রহিমতপুরের কৃষক বৈভব ১৪ একর জমিতে টাপোরা জাফরান গাঁদা চাষ করেছেন। বর্তমানে গাছ লাগানোর পর প্রায় তিন মাস হয়ে গিয়েছে।
advertisement
4/7
১৫ দিন হল ফুল কাটাও শুরু হয়েছে। প্রতিদিন দেড় টন করে ফুল তোলা হয় বৈভবের জমি থেকে। এই ফুলগুলি গাড়ি বা ঝুড়িতে প্যাক করে মুম্বইয়ের মতো বড় বড় শহরে বা বা পুণের বাজারে বিক্রির জন্য পাঠানো হয়।
advertisement
5/7
ফুলের বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি কেজি গাঁদা ফুল পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১৪০ টাকায়। বৈভব জানিয়েছেন যে, তিনি প্রতিদিন দেড় টন বা তারও বেশি গাঁদা ফুল তোলেন। তাই ফুলের ব্যবসা থেকে তিনি দৈনিক এক লক্ষ টাকা করে আয় করছেন।
advertisement
6/7
গড়ে আরও দুই মাস গাঁদা ফুলের মৌসুম চলবে। গড় বাজার দর ৫০ টাকা হলেও ১ একর থেকে গড়ে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকার ফুল বিক্রি করা যায়।
advertisement
7/7
তাই, বৈভব জানিয়েছেন যে গড়ে ১৪ একর ফুল চাষে তিনি ৪২ থেকে ৪৫ লক্ষ টাকা বা তার বেশি আয় করবেন। বৃষ্টির পূর্বাভাস দেখে ড্রিপারের সাহায্যে গাঁদা ফুলে জল দেওয়া হয় এই জমিতে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Marigold Farming: দিনে এক লক্ষ টাকা আয়! গাঁদা ফুলের চাষে ৩ মাসেই ভাগ্যবদল কৃষকের, সহজ টিপসে আপনিও হবে মালামাল
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল