১৪০০ গাছ লাগিয়ে ১২ লাখ আয় করলেন কৃষক...! কী এমন 'জিনিস' চাষ করলেন জমিতে? চমকে যাবেন শুনলেই!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Success Story: এবার এমনই এক সাফল্যের উপাখ্যান তৈরি হয়েছে মহারাষ্ট্রে। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। কী এমন চাষ করলেন এই কৃষক যে রাতারাতি মালামাল হয়ে গেলেন তিনি?
advertisement
1/11

বর্তমানে চাকরি ছেড়ে অনেকেই ঝুঁকছেন ব্যবসার দিকে। কেউ কেউ আবার সামান্য জমিতে বিশেষ কিছু চাষেই তাক লাগিয়ে দিচ্ছেন। লাখ লাখ টাকা আয় করছেন শুধুমাত্র বিশেষ এই চাষেই।
advertisement
2/11
এবার এমনই এক সাফল্যের উপাখ্যান তৈরি হয়েছে মহারাষ্ট্রে। যা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। কী এমন চাষ করলেন এই কৃষক যে রাতারাতি মালামাল হয়ে গেলেন তিনি?
advertisement
3/11
বস্তুত সোলাপুর জেলার সাঙ্গোলা তালুককে ডালিমের কেন্দ্রস্থল হিসেবে বিবেচনা করা হয়। তবে কয়েক বছর আগে, ডালিম বাগানে কালো পচা রোগের প্রাদুর্ভাবের কারণে ডালিম চাষিরা বেশ সমস্যায় পড়েছিলেন এখানে।
advertisement
4/11
এই সমস্যাগুলি কাটিয়ে, মোহোল তালুকের ইয়াভালির তরুণ কৃষক অনিকেত দলভি তিন একর জমিতে একটি ডালিম বাগান পরিচালনা করেছেন। তাঁর প্রতি একরে ডালিম চাষে খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা পর্যন্ত।
advertisement
5/11
অথচ তিনি প্রতি একরে দশ থেকে বারো লক্ষ টাকা আয় করেছেন। তরুণ কৃষক অনিকেত দলভির এই সাফল্যের গল্পটি শেয়ার করব আজ এই প্রতিবেদনে।
advertisement
6/11
মোহোল তালুকের ইয়াভালির এই তরুণ কৃষক অনিকেত প্রভাকর দলভি তাঁর তিন একর জমিতে ডালিম লাগিয়েছিলেন। আর এই তিন একর জমিতে তিনি প্রায় ১৩০০ থেকে ১৪০০ গাছ লাগানোর ব্যবস্থা করেছেন।
advertisement
7/11
তরুণ কৃষক অনিকেত প্রায় পাঁচ বছর ধরে ডালিম চাষ করছেন। তবে শুধু ডালিম গাছ লাগিয়েই ক্ষান্ত হননি, ডালিম লাগানোর পর তিনি বাগানটি সঠিকভাবে পরিচালনা করেছেন।
advertisement
8/11
তরুণ কৃষক অনিকেত বিশেষ যত্ন নিয়েছিলেন যাতে ডালিম গাছে পচা এবং তেল রোগ কোনও `ভাবেই না হয়। প্রতি চার থেকে পাঁচ দিন অন্তর ডালিম স্প্রে করা হত। বৃষ্টি হলে দ্বিতীয় বা তৃতীয় দিনে ডালিম স্প্রে করা হত। ডালিমে পচা যাতে না হয় তার জন্য ডালিমের কাণ্ড থেকে ওষুধ দেওয়া হত এবং কুঁড়িও স্প্রে করা হত।
advertisement
9/11
নিকটবর্তী ইন্দাপুর বাজারে অনিকেতের ডালিমের দাম ওঠে ৪৫০টাকা কেজি। এখনও পর্যন্ত প্রতি একরে দুই টন ডালিম লাগানো হয়েছে অনিকেতের বাগানে। আর তাতেই ডালিমের উৎপাদন প্রায় চার টনে পৌঁছেছে।
advertisement
10/11
তিন একর জমিতে ডালিম চাষ করতে অনিকেত দলভি প্রতি একরে আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন। সমস্ত খরচ বাদ দিয়ে, তরুণ কৃষক অনিকেত দলভি প্রতি একরে দশ থেকে বারো লক্ষ টাকা আয় করেছেন।
advertisement
11/11
আসলে ব্যবসা শুরু করার জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ নয়, তবে শিক্ষা অর্জনের পরেও, যদি আপনি ব্যবসায় মন দেন, তাহলে চাকরির চেয়ে বেশি টাকা আয় করতে পারবেন, গ্যারান্টি, এমনটাই বলেন কৃষক অনিকেত দলভি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১৪০০ গাছ লাগিয়ে ১২ লাখ আয় করলেন কৃষক...! কী এমন 'জিনিস' চাষ করলেন জমিতে? চমকে যাবেন শুনলেই!