TRENDING:

গুগল পে-র মাধ্যমে এ বার করা যাবে কার্ড পেমেন্ট, কী ভাবে জেনে নিন

Last Updated:
এ বার ইউপিআই বেসড পেমেন্ট অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে গুগল পে
advertisement
1/5
গুগল পে-র মাধ্যমে এ বার করা যাবে কার্ড পেমেন্ট, কী ভাবে জেনে নিন
সম্প্রতি দু'টি বড়সড় ঘোষণা করল গুগল পে। এই ঘোষণার মাধ্যমে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এক বড়সড় পদক্ষেপ করতে চলেছে সংস্থা। এ ক্ষেত্রে কার্ড নেটওয়ার্ক ভিসা ও এসবিআই কার্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানিয়ে দিল এই সংস্থা। এর জেরে এ বার টোকেনাইজেশন পদ্ধতিতে হবে গুগল পে।
advertisement
2/5
কী এই টোকেনাইজেশন? এ বার ইউপিআই বেসড পেমেন্ট অ্যাপ থেকে ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত হচ্ছে গুগল পে। এখনও পর্যন্ত গুগল পে ব্যবহারকারীদের তাঁদের ইউপিআই আইডি ব্যবহার করে পেমেন্ট করতে হত। এ বার তাঁরা তাঁদের কার্ড সেভ করে গুগল পে-র মাধ্যমে টাকা দিতে পারবেন। কী এই টোকেনাইজেশন? সাধারণত একটি কার্ডে একটি ১৬ সংখ্যার নম্বর থাকে। এ বার সেই নম্বরকে একটি টোকেন নম্বরে পরিণত করা হচ্ছে। এবং এই টোকেন নম্বর ব্যবহার করে সহজেই করা যাবে পেমেন্ট।
advertisement
3/5
গুগল পে-র দ্বারা কী ভাবে হবে পেমেন্ট? বিষয়টা খুব একটা কঠিন নয়। প্রথমে গুগল পে-এর সঙ্গে আপনার কার্ডটি যুক্ত করুন । এ ক্ষেত্রে আপনার ফোনে একটি ওটিপি আসবে। এর পর টোকেনাইজড ফরম্যাটে কার্ডটিকে সেভ করে রাখুন। এ বার পেমেন্ট করার সময় গুগল পে খুলুন । তার পর আপনার কার্ডটি সিলেক্ট করুন। এ বার ওটিপি-র মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করে ফেলুন। এখানে বারবার ওই ১৬ সংখ্যার কার্ড নম্বর, সিভিভি বা কার্ডের বৈধতার তারিখ দেওয়ার প্রয়োজন নেই।
advertisement
4/5
উল্লেখ্য, আগে গ্রাহকদের পেমেন্ট করতে হলে মোবাইলে এনএফসি এনেবল সিস্টেম থাকতে হত। তাই কিছু ফোনে পেমেন্টে অল্পবিস্তর সমস্যা হত। কিন্তু গুগল পে-র মাধ্যমে শুধুমাত্র ভারতে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা যাবে। এর জেরে এই এনএফসি সংক্রান্ত সমস্যার কিছুটা হলেও সমাধান হতে পারে।
advertisement
5/5
পেমেন্ট করতে গিয়ে কোথায় পাওয়া যাবে এই সুবিধা নতুন স্কিমে যে সকল গুগল পে ব্যবহারকারীর অ্যাক্সিস ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা কার্ড পেমেন্টের সুবিধা পাবেন। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক সহ আরও বেশ কয়েকটি ব্যাঙ্ক জুড়তে চলেছে। এ ক্ষেত্রে এই পেমেন্ট সিস্টেম অন্যান্য ব্যাঙ্কের গ্রাহকদের কাছেও সহজে উপলব্ধ হয়ে উঠবে। সম্প্রতি এক সমীক্ষা জানাচ্ছে, প্রায় ২৫ লক্ষ ব্যবসায়ী এই নতুন পেমেন্টের মাধ্যমেই ব্যবসা করবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গুগল পে-র মাধ্যমে এ বার করা যাবে কার্ড পেমেন্ট, কী ভাবে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল