TRENDING:

সুখবর! এবার বাড়িতে বসে ৩ দিনে পাবেন পিএফ-এর টাকা, নয়া পরিষেবা চালু EPFO-র, জেনে নিন

Last Updated:
এই অটোমেশনের ফলে প্রতিদিন ৮০ হাজার আবেদনে গড়ে ২৭০ কোটি টাকা সেটল করছে EPFO৷ e-KYC করা থাকলেই এই ভাবে প্রভইডেন্ড ফান্ডের টাকা পেতে পারেন সব কর্মীরাই৷
advertisement
1/5
সুখবর! এবার বাড়িতে বসে ৩ দিনে পাবেন পিএফ-এর টাকা, নয়া পরিষেবা চালু EPFO-র
করোনা সঙ্কটে সব দফতরের কর্মী সংখ্যা কম৷ তাই ক্রমেই আরও নির্ভরশীলতা বাড়ছে ডিজিটালের উপর৷ এই পরিস্থিতিতে পিছিয়ে নেই EPFO-ও৷ প্রভিডেন্ড ফান্ডের টাকা অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন বাড়িতে বসেই৷ আর্থিক সমস্যায় পড়লে প্রভিডেন্ড ফান্ড থেকে টাকা নিয়ে সমস্যা মেটাতে পারেন যখন খুশি ৷
advertisement
2/5
EPFO চালু করল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টুল বা AI-বেস্ড অটোমেটিক ক্লেম সেটলমেন্ট সিস্টেম৷ এই প্রযুক্তিতে প্রভিডেন্ড ফান্ড সেটলমেন্ট প্রায় ৩ দিনের মধ্যে প্রভিডেন্ড ফান্ডের টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে৷ EPFO জানাচ্ছে, ৫৪ শতাংশ COVID-19 ক্লেম এই ভাবে তারা সেটল করেছে৷ ১০ দিনের জায়গায় মাত্র ৩ দিনেই৷
advertisement
3/5
২০১৯ সালের এপ্রিল-মে মাসে যেখানে প্রভিডেন্ড ফান্ড সেটলমেন্ট হয়েছিল ৩৩.৭৫ লক্ষ, সেখানে ২০২০ সালে ওই একই সময়ে সংখ্যাটা ৩৬.০২ লক্ষ৷ ৫০ শতাংশেরও কম কর্মী নিয়ে স্রেফ AI-বেস্ড অটোমেটিক ক্লেম সেটলমেন্ট সিস্টেম-এর মাধ্যমে কর্মীরা প্রায় ৩ দিনের মধ্যেই প্রভিডেন্ড ফান্ডের টাকা পেয়ে গিয়েছেন৷
advertisement
4/5
এই অটোমেশনের ফলে প্রতিদিন ৮০ হাজার আবেদনে গড়ে ২৭০ কোটি টাকা সেটল করছে EPFO৷ e-KYC করা থাকলেই এই ভাবে প্রভইডেন্ড ফান্ডের টাকা পেতে পারেন সব কর্মীরাই৷
advertisement
5/5
করোনা ভাইরাস সঙ্কটের মধ্যে বহু মানুষ পিএফ তোলার জন্য আবেদন জানিয়েছেন৷ কম কর্মী থাকা সত্ত্বেও সেই আবেদনের চটজলদি সমাধান হয়ে গিয়েছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! এবার বাড়িতে বসে ৩ দিনে পাবেন পিএফ-এর টাকা, নয়া পরিষেবা চালু EPFO-র, জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল