EPFO 3.0: ঝামেলার দিন শেষ, ATM থেকে PF-এর টাকা তুলতে পারবেন গ্রাহকরা, কিন্তু কবে থেকে?
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
EPFO 3.0: কারণ সরাসরি এটিএম থেকেই গ্রাহকরা তুলে নিতে পারবেন নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। কিন্তু আপাতত সকলের মনে একটাই প্রশ্ন যে, কবে থেকে মিলবে এই সুবিধা।
advertisement
1/5

এত দিনে হয়তো সকলে জেনে গিয়েছে যে, আসতে চলেছে EPFO 3.0 ভার্সন। যার অধীনে এবার থেকে সরাসরি এটিএম থেকেই পিএফ-এর টাকা তুলতে পারবেন গ্রাহকরা। এই বিষয়ে আগেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
advertisement
2/5
আসলে প্রভিডেন্ট ফান্ড বা পিএফ থেকে টাকা তুলতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। প্রথমে আবেদন করতে হয়। তারপর সেই আবেদন গৃহীত হলেই অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাকাউন্টে চলে আসে টাকা। সে এক লম্বা প্রক্রিয়া। তবে EPFO 3.0 ভার্সনের কারণে পিএফ থেকে টাকা তোলার প্রক্রিয়া অনেক সহজ হবে। আর বেঁচে যাবে সময়ও। কারণ সরাসরি এটিএম থেকেই গ্রাহকরা তুলে নিতে পারবেন নিজেদের প্রভিডেন্ট ফান্ডের টাকা। কিন্তু আপাতত সকলের মনে একটাই প্রশ্ন যে, কবে থেকে মিলবে এই সুবিধা। আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোকপাত করা যাক।
advertisement
3/5
এই প্রসঙ্গে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানিয়েছেন যে, আগামী মে কিংবা জুন মাস থেকেই শুরু হতে চলেছে EPFO 3.0 ভার্সন। আর একবার এই নয়া সংস্করণ এসে গেলে পিএফ সংক্রান্ত সমস্ত কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এমনকী পিএফের টাকা তুলতে ঝক্কি পোহাতে হবে না, বরং এটিএম থেকেই তোলা যাবে টাকা।
advertisement
4/5
এই নয়া ভার্সন থেকে আর কোন কোন সুবিধা পাওয়া যাবে?এই নয়া ভার্সন চালু হওয়ার ফলে এটিএম থেকে সরাসরি পিএফ-এর টাকা তো তোলা যাবেই। সেই সঙ্গে অটো-ক্লেম সেটেলমেন্ট, ডিজিটাল কারেকশন বা ডিজিটাল সংশোধনের মতো একাধিক সুবিধাও পেয়ে যাবেন গ্রাহকরা। EPFO 3.0 ভার্সন শুরু হয়ে গেলে অ্যাকাউন্ট হোল্ডাররা আরও সহজে নিজেদের জমা করা টাকা তুলতে পারবেন। এই নয়া ভার্সনে ক্লেমের অটো-সেটেলমেন্টের সুবিধা মিলবে। এতে টাকা পেতে খুব একটা বেশি সময় লাগবে না। আর তাছাড়া টাকা তোলার জন্য ইপিএফও অফিসে যাওয়ার ঝামেলা তো থাকবেই না, সেই সঙ্গে একাধিক ডকুমেন্ট দাখিল এবং ফর্ম ফিল-আপ করারও ঝামেলা থাকবে না।
advertisement
5/5
এখানেই শেষ নয়, EPFO 3.0 ভার্সনে ওটিপি-ভিত্তিক অথেন্টিকেশনের সুবিধা পাবেন গ্রাহকরা। এর ফলে তাঁরা অনায়াসে নিজেদের ইপিএফ অ্যাকাউন্ট আপডেট করতে পারবেন। ইপিএফও থেকে যাঁরা পেনশন পান, তাঁরা এখন দেশের যে কোনও ব্যাঙ্ক থেকে নিজেদের মাসিক পেনশন তুলতে পারবেন। প্রসঙ্গত EPFO-তে বর্তমানে মোট ২৭ লক্ষ কোটি টাকা জমা রয়েছে। আর বার্ষিক ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হয় পিএফ-এ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPFO 3.0: ঝামেলার দিন শেষ, ATM থেকে PF-এর টাকা তুলতে পারবেন গ্রাহকরা, কিন্তু কবে থেকে?