EPF-এ প্রতি মাসে টাকা জমাচ্ছেন ? কত সুদ পাবেন জানেন কি ? দেখে নিন সহজ হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
EPFO Interest Calculation: সমস্ত বেতনভোগী কর্মচারি এবং বেসরকারি সেক্টরের কর্মীরা এই স্কিমের সুবিধা পান।
advertisement
1/8

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড হল কেন্দ্রীয় সরকার সমর্থিত অবসরকালীন সঞ্চয় প্রকল্প। সমস্ত বেতনভোগী কর্মচারি এবং বেসরকারি সেক্টরের কর্মীরা এই স্কিমের সুবিধা পান। প্রতি মাসে একজন কর্মচারীকে মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার ১২ শতাংশ বিনিয়োগ করতে হয়। সমপরিমাণ টাকা দেন নিয়োগকর্তাও।
advertisement
2/8
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন প্রতি বছর ইপিএফ-এ সুদের হার ঘোষণা করে। ২০২৩-২৪ আর্থিক বছরে ইপিএফে ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ইপিএফ এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)-এর আওতাভুক্ত সংস্থাগুলিতে নিযুক্ত কর্মীদের সঞ্চয় প্রকল্প হিসাবে কাজ করে।
advertisement
3/8
আগেই বলা হয়েছে, ইপিএফ স্কিমে কর্মচারী এবং নিয়োগকর্তা, উভয়কেই সমান অবদান রাখতে হয়। অবসর গ্রহণের সময় কর্মচারী তাঁর নিজস্ব অবদান এবং নিয়োগকর্তার অবদান, উভয় পরিমাণের উপর অর্জিত সুদ সহ পুরো টাকা হাতে পান।
advertisement
4/8
ইপিএফে কীভাবে সুদ গণনা করা হয়: সুদ মাসিক চক্রবৃদ্ধি হারে যোগ হয়। এর মানে হল, নির্দিষ্ট মাসে অর্জিত সুদ মূল পরিমাণের সঙ্গে যোগ করা হল এবং তারের পরের মাসে মূল পরিমাণ এবং সুদ মিলিয়ে যে অঙ্ক দাঁড়ায় তার উপর সুদ দেওয়া হয়। এভাবে চলতে থাকে। যাইহোক প্রত্যেক অর্থবর্ষের ৩১ মার্চ ইপিএফ অ্যাকাউন্টে সুদ জমা হয়।
advertisement
5/8
গণনা বোঝার সহজ পদ্ধতি: মাসিক সুদের হার (মোটামুটি ০.৬৭ শতাংশ) পেতে বার্ষিক সুদের হারকে (৮.২৫ শতাংশ) ১২ দিয়ে ভাগ করতে হবে।প্রতি মাসে আগের মাসের ক্লোজিং ব্যালেন্সের সঙ্গে মাসিক অবদান যোগ করতে হবে। সেই মাসের অর্জিত সুদের হিসেব করতে নতুন ব্যালেন্সকে মাসিক সুদের হার দিয়ে গুণ করতে হবে।
advertisement
6/8
মাসের ক্লোজিং ব্যালেন্স পেতে নতুন ব্যালেন্সে অর্জিত সুদ যোগ করতে হবে।
advertisement
7/8
একটা উদাহরণ দিলে ব্যাপারটা স্পষ্ট হবে। ধরা যাক প্রথম মাসে মাসিক অবদান ১০ হাজার টাকা। কোনও সুদ নেই। পরের মাসে নতুন অবদানের কারণে ওপেনিং ব্যালেন্স দ্বিগুণ হয়ে যায়।
advertisement
8/8
অতএব গণনা হবে ২০ হাজার টাকার উপর। অর্জিত সুদ হবে ১৩৭.৫ টাকা (২০০০০x ৮.২৫ শতাংশ)/১২। প্রতি মাসে এই হিসেব চলতে থাকবে। বছরের শেষে সমস্ত মাসিক ব্যালেন্স যোগ করলে বার্ষিক সুদের পরিমাণ পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPF-এ প্রতি মাসে টাকা জমাচ্ছেন ? কত সুদ পাবেন জানেন কি ? দেখে নিন সহজ হিসেব